সুশৃঙ্খল আন্দোলনে পুলিশি মারধর মাদ্রাসা শিক্ষকদের

0
251

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ 

আজ একাধিক দাবি নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়েছিল ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে এদিন নবান্ন অভিযানের ডাকও দিয়েছিল তারা। সেজন্য সকাল থেকেই ধর্মতলায় আসতে শুরু করেন রাজ্যের বিভিন্ন প্রান্তের অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষকরা। কিন্তু, সেখানে আসতেই তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। জমায়েতকারী মাদ্রাসা শিক্ষকরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

clash | newsfront.co
নিজস্ব চিত্র

একাধিক দাবিতে আজ গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভ সহ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তারা। কিন্তু মাদ্রাসা শিক্ষকদের অভিযোগ, মিছিল শুরুর আগেই তাদের বাধা দেয় পুলিশ-প্রশাসন। জোর করে টেনেহিঁচড়ে তাদের পুলিশ ভ্যানে তোলা হয়।ধর্মতলায় মাদ্রাসা শিক্ষকদের জমায়েত ঘিরে উত্তেজনায় বিক্ষোভকারী এক মাদ্রাসা শিক্ষক, মুখ্যমন্ত্রী ও পুলিশ-প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দেন।

আরও পড়ুনঃ কেশপুরে গৃহবধূকে খুন করে পুড়িয়ে মারার অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

তিনি বলেন , “বেতনের দাবিতে প্রশাসনের চিঠি নিয়ে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ-সহ নবান্ন অভিযান ছিল আমাদের। সেখানে অনুমোদনহীন মাদ্রাসার সমস্ত শিক্ষক-শিক্ষিকারা এসেছেন। আন্দোলন তো দূরে থাক, আমরা রাস্তায় একটু চলাচল করতেই পুলিশ প্রশাসন আমাদের টেনেহিঁচড়ে মেরে ভ্যানে তুলেছে।

আমাদের কোনও কথা শুনতে চায়নি। এটা হয়তো মাননীয়া ভুলে গেছেন আমরা শিক্ষকরা কখনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করি না। আমরা সবসময় শিক্ষাদান করে এসেছি। আমাদের উপর এইরকম অমানবিক অত্যাচার কেন করা হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here