মাদ্রাসার দুস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলেন দীপঙ্কর স্যার অদিতি ম্যাডামরা

0
213

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:

ছাত্র-ছাত্রীদের সঙ্গে  দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন। যোগাযোগ বলতে সামাজিক মাধ্যম বিশেষ করে করোনা অতিমারির পর শ্রেণি অনুযায়ী খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপ। যার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা দূর থেকেই আপ্রাণ চেষ্টা করে চলেছেন শিক্ষার্থীদের সঙ্গে পড়াশোনার সংযোগ যেন বিচ্ছিন্ন  না হয়ে যায়। বিশেষ করে মানসিকভাবে তাদের পাশে থাকার । কিন্তু তবুও সম্ভব হচ্ছিল না কারণ মাদ্রাসার সিংহভাগ ছাত্র-ছাত্রী প্রান্তিক শ্রেণীর। শতকরা ৮০ শতাংশ অভিভাবকই পরিযায়ী শ্রমিক। থাকেন রাজ্যের বাইরে। দুবেলা অন্নসংস্থান করতেই তারা হিমশিম খাচ্ছিল।

এই দুস্থ ছাত্রছাত্রীদের হাতে খাদ্য সামগ্রী সহ কিছু নগদ অর্থ তুলে দেওয়ার উদ্দেশ্যে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের আহব্বানে চুপ করে বসে থাকতে পারেননি অদিতি- দীপঙ্করেরা।

আব্দুল মান্নান হাই মাদ্রাসার আরবি শিক্ষক ইব্রাহিম মোল্লা লকডাউনে  আটকে রয়েছেন সুদূর ২৪ পরগনার বাড়িতে, দীপঙ্কর বাবু রয়েছেন বারাসাতে, জাহিরুন খাতুন রয়েছেন বর্ধমানে। তবে দূরত্ব কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। দুদিনের মধ্যেই কামাল,আসরাউল, কিরণ,মেহেদী বাবুরা এগিয়ে আসেন। অনলাইনেই টাকা পাঠিয়ে দেন মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিকুল আলমের অ্যাকাকাউন্টে। পাশাপাশি অবস্থিত সারফিয়া হাই মাদ্রাসা ও আব্দুল মান্নান হাই মাদ্রাসা একসঙ্গে কিনে ফেলে খাদ্য সামগ্রী।

এ বিষয়ে অগ্রণী ভূমিকা নেন সারফিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক কবিরুল ইসলাম ও সহ-শিক্ষক তথা ফোরামের কোষাধ্যক্ষ কাইসার রশিদ। কবিরুল সাহেব বলেন,”আমাদের মাদ্রাসা এলাকার কিছু নিতান্ত সহায় সম্বলহীন অনেক গরীব মানুষ যারা পদ্মার ভাঙনে সব হারিয়ে সরকারের তৈরি বাঁধপুলে বাস করছে দীর্ঘদিন ধরে আমার বাড়িতে এসে ভিড় জমাচ্ছিল। এই লোকগুলো কিন্তু এর আগে কোনো দিন আসেনি। অন্তত এমন ভাবে আসেনি। আসলেও এসেছে কিছু গরীব বিধবা মহিলা শুধু ঈদের সময়।আজকে কাজ হারিয়ে তারা অসহায়।আমাদের সাহায্য এই রকম অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাবে।”

আরও পড়ুন:‘আমপান’ মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে

দুই মাদ্রাসা মিলে এলাকার প্রায় ৫০০ পরিবারের হাতে মঙ্গলবার তুলে দেওয়া হয় তেল, ডাল, সিমুই, চিনি ও নগদ ২০০করে টাকা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের সম্পাদক মীর রবিউল ইসলাম , কোষাধ্যক্ষ কাইসার রশিদ ও রাজ্য জনসংযোগ সম্পাদক তথা আব্দুল মান্নান হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিকুল আলম সহ মাদ্রাসার অন্যান্য কর্মীবৃন্দ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here