আনিসুর রহমান, কোলকাতা:-
মাদ্রাসা বোর্ডে থেকে পাশ করা মাধ্যমিক সমতূল্য ছাত্র-ছাত্রীদের ডাক বিভাগে পরীক্ষায় বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । অফলাইনে আবেদন জমা নেওয়ারও ব্যবস্থা করার নির্দেশ দিল ডাক বিভাগকে।
উল্লেখ্য, ভারতীয় ডাক বিভাগের নিয়োগের পরীক্ষায় মাদ্রাসা পাশ করা মাধ্যমিক সমতুল্য প্রার্থীদের ‘গ্ৰামীন ডাক সেবক’ পদে আবেদন করতে পারছিলনা। সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের এক নিয়োগ পরীক্ষার আবেদনে পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে শংসাপত্র প্রাপ্ত উর্ত্তীণদের বঞ্চিত করা হয়েছিল।
উল্লেখ্য 2017 সালে ডাক বিভাগের একই বিজ্ঞপ্তির আবেদনে মাদ্রাসা পাশ প্রার্থীদের আবেদনে কোনোও রুপ সমস্যা হয়নি। আশ্চর্যজনকভাবে 2018 এর আবেদনে তাদের বঞ্চিত করা হয়।গতবছর২৫ শে এপ্রিল পশ্চিমবঙ্গ সার্কেলে ৪৯৮২ পদে ডাক সেবক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে ডাক বিভাগ। সেইমতো মাদ্রাসা পর্ষদ থেকে মাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রীরা আবেদন করে। সমস্যা তৈরি হয় ২০১৮ সালের ৩রা জানুয়ারি। পুরোনো বিজ্ঞপ্তি বাতিল করে ডাক বিভাগ ফের ৫৭৭৮ পদে ফের বিজ্ঞপ্তি জারি করে ৪ঠা এপ্রিল। পুরোনো বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করে তাদের রেজিস্ট্রেশন নম্বর ও ফি রিসিপ্ট নম্বর দিয়ে পুনরায় আবেদন করার নির্দেশ দেওয়া হয়। মাদ্রাসা পাশ ছাত্র ছাত্রীরা সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে গিয়ে অপশনে মাদ্রাসা বোর্ড খুঁজে পায়না। ফলে তারা আর আবেদন করতে পারছিলনা।
এদিকে কোনও শিক্ষামহল বা তথাকথিত মাদ্রাসার শিক্ষক সংগঠনও এবিষয়ে নিরুত্তাপ ছিল দেখে জনমানসে বিশেষকরে ছাত্রছাত্রী ও অভিভাভাকের মধ্যে ক্ষোভের সঙ্গে সঙ্গে ভীতিরও সঞ্চার হয়েছিল।শেষ পর্যন্ত, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নামক এক অরাজনৈতিক শিক্ষক সংগঠন মাদ্রাসার এই ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ায়।
হাইকোর্টে ডাক বিভাগের পরীক্ষায় মাদ্রাসা পাশ প্রার্থীদের বসতে দেওয়ার দাবীতে ফোরামের তরফ থেকে পঞ্চাশ জন প্রার্থীদের নিয়ে কেস করা হয় সামসুল আলম নামক এক মাদ্রাসা ছাত্রের মাধ্যমে। আজ সেই মামলার শুনানি হয় বিচারপতি এ কে পট্টনায়কের এজলাসে ৷ আদালতে সেখ সামসুল আলমের আইনজীবী সামিম আহমেদ, পশ্চিম বঙ্গের সরকার স্বীকৃত মাদ্রাসা বোর্ডের ছাত্র ছাত্রীরা ডাক বিভাগের পরীক্ষায় সুযোগ না দেওয়াটা বেআইনি — এই বিষয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন।এই পরিপ্রেক্ষিতেই আদালতের এই উপরিউক্ত রায়।
আজকের রায়ের ফলে ডাক বিভাগের চাকুরী পরীক্ষায় বসার আবেদনে মধ্যমিক সমতুল্য হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পাশ শিক্ষার্থীদের জয় হল হাইকোর্টে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584