প্রকাশিত ‘অধ্যায়’

0
69

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

প্রকাশিত হল ষাণ্মাসিক বাংলা সাহিত্য পত্রিকা ‘অধ্যায়’। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই পাঠকের দোরগোড়ায় হাজির ‘অধ্যায়’। শুক্রবার কলকাতার গড়ফার একটি বেসরকারি স্কুলে প্রকাশিত হল এই ষাণ্মাসিক বাংলা সাহিত্য পত্রিকা।

Launching | newsfront.co

এদিন এই পত্রিকা প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক জ্যোতির্ময় মন্ডল, ‘অধ্যায়’এর সম্পাদক রজত সরকার, সহ সম্পাদক কল্লোল নস্কর, সায়ন্তন সেন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রেষ্ঠা সরকার, কবি সুদীপ্ত সহ অন্যান্য ব্যক্তিত্বরা। বিভিন্ন ফিচারধর্মী লেখা, গল্প, কবিতা এই পত্রিকায় স্থান পেয়েছে।

আরও পড়ুনঃ আগামী মাস থেকেই প্রথম ধাপে ৮ টি সেতু সংস্কারের কাজ শুরু করবে কেএমডিএঃ ফিরহাদ

ছয় মাস পর আবার এই পত্রিকার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হবে। লকডাউনের মাঝেও এইরকম একটি পত্রিকা প্রকাশিত হওয়ায় খুশি সাহিত্যিক জ্যোতির্ময় মন্ডল। তিনি বলেন, “এখন কঠিন অসুখে ভুগছে পৃথিবী। আর এরই মধ্যে প্রকাশিত এরকম একটি ষাণ্মাসিক বাংলা সাহিত্য পত্রিকা। দেশের এই দুর্দিনের সময়ে এইধরণের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। এরকম কাজ আরও প্রয়োজন। তবেই পৃথিবী আবার নতুন করে ফুলে, ফলে, সাহিত্যে ভরে উঠবে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here