নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
রামায়ণের পাশাপাশি এবার ‘মহাভারত’-এরও পুনঃসম্প্রচার। দেখতে হলে চোখ রাখতে হবে স্টার জলসায়।
ধারাবাহিকের শুটিং অনর্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বিনোদনে ঘাটতি পড়েছে দর্শকের। কিন্তু তা তো মেনে নেওয়া যায় না। দর্শকের প্রতি চ্যানেলেরও একটি কর্তব্য রয়েছে। তাই চ্যানেলও এই ফাঁকে পুরনো ধারাবাহিকগুলির পুনঃসম্প্রচার শুরু করেছে। দর্শকও বেজায় খুশি।
আরও পড়ুনঃ লকডাউনে গৃহবন্দি দেশ, দূরদর্শনে ফিরছে ‘রামায়ণ’
কারণ ফেলে আসা ভাল লাগা চরিত্রগুলির সঙ্গে আরও একবার মোলাকাত করার চান্স করে দিচ্ছে চ্যানেল। এর থেকে ভাল খবর আর কী হতে পারে আজকের এই গৃহবন্দি জীবনে?…
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ এবং ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট। আর এবার আসছে ‘মহাভারত’। ৩০ মার্চ থেকে সোম থেকে শুক্র রাত ৯টার স্লটে দেখানো হবে এই মাইথোলজিক্যাল মেগা সিরিয়াল। বছর কয়েক আগে শেষ হয়েছে এই ধারাবাহিক। তাতে কী? ইতিহাস, পুরাণ, সাহিত্য নিয়ে মানুষের আগ্রহ ছিল, আছে এবং থাকবে। সুতরাং ‘মহাভারত’ও তাই আরও একবার ভালোবাসবেন টেলিদর্শক।
ভগবান কৃষ্ণের চরিত্রে সৌরভ জৈন, দ্রৌপদীর চরিত্রে পূজা শর্মা সহ বিভিন্ন চরিত্রে রয়েছেন আরও অনেকে।
সোম থেকে শুক্র তাই রাত ৯ টায় দেখতে ভুলবেন না ‘মহাভারত’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584