নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে মহানন্দা নদীতে জল বাড়ছেই। বৃষ্টি ও মহানন্দা নদীর জলের চাপে ভেঙে গিয়েছে পুরাতন মালদহের রবীন্দ্রপল্লী বাঁধের একাংশ। সোমবার সকালে সেই বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পুর প্রশাসক কার্তিক ঘোষ।
গত ২৪ ঘণ্টায় প্রায় ১০ সেন্টিমিটার মহানন্দার জল বেড়েছে। তাতে সংরক্ষিত এলাকার প্রায় ৫০ টি বাড়ি জলমগ্ন হয়েছে। সংরক্ষিত অসংরক্ষিত এলাকা মিলিয়ে প্রায় ৩০০ পরিবার এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। এমনিতেই নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। তার ওপর জলস্তর হু হু করে বেড়ে চলায় সংরক্ষিত এলাকার বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ রায়গঞ্জ সহ ৪ পুর এলাকায় লকডাউনের মেয়াদ বাড়ল
সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বিপদসীমা পার করে মহানন্দার জলস্তর ২১.৪৫ মিটারের উপর দিয়ে বইছে। গঙ্গা ও ফুলহরের জলস্তর স্থিতিশীল রয়েছে। তবে মহানন্দা নদীতে জলস্তর চূড়ান্ত বিপদসীমা অতিক্রম করে গিয়েছে। সেচ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, মহানন্দা ছাড়া আর কোনও নদীর জল এদিন সকাল পর্যন্ত বাড়েনি। তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584