নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গত কয়েক দিন ধরেই মহারাষ্ট্রে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমনের গ্রাফ। অপরদিকে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যার নিরিখেও দিল্লির পরই রয়েছে মহারাষ্ট্র। দিল্লিতে ওমিক্রন আক্রান্ত বেড়ে দাঁড়াল ২৬৩ জন এবং মহারাষ্ট্রে সেই সংখ্যা ২৫২ জন। এই পরিস্থিতিতে বর্ষবরণ উৎসবে মেতে উঠলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেই পরিস্থিতির কথা বিবেচনা করে শহরে ১৪৪ ধারা জারি করল মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, আজ অর্থাৎ ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে এই বিধিনিষেধ। যা লাগু থাকবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।
Maharashtra | Section 144 imposed in Mumbai starting from today till 7th January 2022, in view of rising Covid cases
Police prohibit New Year's celebrations, parties in any closed or open space incl restaurants, hotels, bars, pubs, resorts & clubs from Dec 30 Dec till Jan 7.
— ANI (@ANI) December 30, 2021
আরও বলা হয়েছে, এই ৮ দিন শহরে কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। বাড়ি কিংবা রেস্তোরাঁ, বার, পাব, রিসোর্ট, ক্লাব কোথাও কোনও পার্টি করা যাবে না। এছাড়া নতুন বছর উদযাপনেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। কোনো ব্যক্তি যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে মহামারি আইন এবং ভারতীয় দণ্ডবিধির নির্দিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
আরও পড়ুনঃ বাড়ছে ওমিক্রন উদ্বেগ, কলকাতায় একদিনে আক্রান্ত ৫০০ পার, রাজ্যে ১০০০ পেরোল দৈনিক সংক্রমণ
উল্লেখ্য, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৯০০ জন। এর মধ্যে শুধু মুম্বইতেই আক্রান্ত ১ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২৫২ জন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584