নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনা আবহের মধ্যেই রাজ্য সরকারি অফিসের কর্মীদের জন্য নয়া বিধি আনল উদ্ধব ঠাকরের সরকার। সরকারি কর্মীদের জন্য ড্রেস কোডের বিধি জারি হল এই রাজ্যে। কোনও সরকারি কর্মীরা অফিসে জিনস, টি-শার্ট-চপ্পল পরতে পারবেন না। এমনকী সপ্তাহে একদিন পরতে হবে খাদির পোশাক।
৮ ডিসেম্বর প্রশাসন থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, “অনেক কর্মচারী, বিশেষত চুক্তিভিত্তিক কর্মচারী এবং সরকারী কাজের জন্য নিযুক্ত পরামর্শদাতারা এমনভাবে সাজাবেন না যেন আপনাদের সরকারী কর্মচারীর হিসেবে বিবেচনা করা না যায়। যা মানুষের মনে সরকারি কর্মচারি নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি করে।”
আরও পড়ুনঃ ‘ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট’-এ দিল্লি সংঘর্ষের ঘটনায় অভিযোগের তীর অমিত শাহের দিকে
অফিসে এখন থেকে জিনস, টি-শার্টের বদলে মহিলারা শাড়ী, সালওয়ার, চুড়িদার-কুর্তা, ট্রাউজার্স-কুর্তা-শার্ট, প্রয়োজনে ওড়না নেবেন। পুরুষদের ক্ষেত্রে ট্রাউজার্স এবং শার্ট পরতে হবে।
আরও পড়ুনঃ জিও সিমকার্ড বয়কটের আহ্বান আন্দোলনরত কৃষকদের
এমনকী, ঝলমলে কারুকাজ করা পোশাক কিংবা খুব উজ্জ্বল রঙের কোনও জামা কাপড়ও পরা যাবে না। কোনও স্লিপারও পরা যাবে না। স্যান্ডেল কিংবা জুতো পরতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584