‘মুহাম্মদ:দ্য মেসেঞ্জার অফ গড’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করার আর্জি স্বরাষ্ট্রমন্ত্রীর

0
152

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ভারতে লকডাউনের মধ্যেই মুক্তি পাওয়ার কথা ইরানের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘মুহাম্মদ:দ্য মেসেঞ্জার অফ গড’এর। বিশ্ববিখ্যাত পরিচালক মাজিদ মাজিদির পরিচালিত এই ছবি তৈরি হয়েছে ইসলাম ধর্মের পয়গম্বর, নবী হজরত মুহাম্মদের জীবনকে কেন্দ্র করে।

Muhammad The meesenger of god | newsfront.co
সিনেমার দৃশ্য। সংবাদ চিত্র

২১ জুলাই ভারতে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে মাজিদির এই ছবি। তার আগেই এই ফিল্মের মুক্তিতে নিষেধাজ্ঞার দাবি করে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্করকে চিঠি লিখলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

চিঠিতে মহারাষ্ট্রের গৃহমন্ত্রী লেখেন, এই ছবি যদি নির্ধারিত দিনে মুক্তি পায়, তাহলে এটি একটি সম্প্রদায়ের বিশ্বাসে এবং ভাবাবেগে আঘাত হানতে পারে। এছাড়াও, এই ছবি ধর্মীয় অস্থিরতা তৈরি করতে পারে যার জেরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হতে পারার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন প্রান্ত

Instruction | newsfront.co
নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে চিঠি

ইনফরমেশন টেকনোলজি আইনের ৬৯এ ধারা প্রয়োগ করে আমরা সবরকম ডিজিট্যাল প্ল্যাটফর্মে এই ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জানানোর আবেদন জানাচ্ছি। ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতেও এই ছবির মুক্তিতে যাতে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশিকা জারি করা হয়, তার অনুরোধ জানাচ্ছি।

আরও পড়ুনঃ ফের পিছিয়ে গেল কাফিল খানের জামিনের আর্জি

ইসলামের মহানবীর শারীরিক চিত্রায়ন নিষিদ্ধ। সেই নিয়ম মেনেই এই ছবিতে মুহাম্মদ (স:) মুখ দেখাননি মাজিদি, তেমনটাই জানা যায়। তবুও শুরু থেকেই ভারতে এই ছবির মুক্তিতে বিরোধ জানানো হয়েছে। রজা অ্যাকাডেমির বিরোধের জেরেই ২০১৫ সালে ছবির থিয়েট্রিক্যাল রিলিজে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এবার ছবির ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি ঘিরেও আপত্তি জানাচ্ছে এই সংগঠন।

উল্লেখ্য, ২০১৮ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে প্রদর্শিত হয় মাজিদ মাজিদির এই ছবি। সেই সময় পরিচালক নিজে উপস্থিত ছিলেন মহানগরীতে। সে বছর কলকাতায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসাও কুড়িয়েছিল এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here