School Reopen: সোমবার থেকে মহারাষ্ট্রে ফের খুলছে স্কুলের দরজা

0
75

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আগামী ২৪ জানুয়ারি, সোমবার থেকে মহারাষ্ট্রে খুলে যাচ্ছে স্কুল, মহারাষ্ট্রের স্কুল শিক্ষা মন্ত্রী বর্ষা গায়কোয়াড় জানিয়েছেন একথা। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি প্রাক প্রাথমিক স্কুলগুলিও খুলবে সোমবার থেকেই। তিনি বলেন আগামী সপ্তাহ থেকে স্কুল খোলার বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে তিনি তা অনুমোদন করেছেন।

School student
প্রতীকী চিত্র

মহারাষ্ট্রে করোনা ও ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় জানুয়ারিমাসের গোড়ার দিকে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার। নির্দেশিকা জারি করা হয় যে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে। কিন্তু সংক্রমণ আপাতত অনেকটাই কমার ফলে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে স্থানীয় পর্যায়ে যেখানে সংক্রমণ কম সেখানে স্কুল ফের খোলার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়। সে ক্ষেত্রে পুর কমিশনার, জেলা কালেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, শিক্ষা আধিকারিককে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়ার কথা প্রস্তাবে বলা হয়েছিল।

আরও পড়ুনঃ মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়, ‘প্ল্যান বি’ কোভিড বিধি প্রত্যাহারের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ইতিমধ্যে স্কুল ফের খোলার দাবিতে অভিভাবক ও স্কুল সংগঠনগুলির একাংশ মামলাও দায়ের করে। এছাড়া মুম্বইয়ের অভিভাবকদের একটি সংগঠন স্কুল খোলার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি দেয়। এরপর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে মহারাষ্ট্র সরকার জানিয়েছে যে, কোভিড বিধি মেনে সোমবার থেকেই ফের স্কুল খুলবে রাজ্যে।

আরও পড়ুনঃ প্রতিশ্রুতিই সার, পিএম কেয়ার্স ফান্ড থেকে কোনও টাকাই আসেনি করোনা মোকাবিলায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here