নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আজ শুক্রবার মহাসপ্তমী। চলছে নবপত্রিকা স্নানের কাজ। নবপত্রিকার অর্থ ন’টি পাতা। এমনিতে যদিও ন’টি উদ্ভিদকেই নবপত্রিকা হিসেবে ধরা হয়। এই উদ্ভিদগুলো হল— কদলি বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান। চলতি ভাষায় নবপত্রিকার নাম কলাবউ।
এই দিন সকাল সকাল বাঙালি রিতি অনুযায়ী ঘটা করে কলাবউ স্নান করানো হয় নদীর ঘাটে, জানা গিয়েছে ঘটা করে কলা বউকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মণ্ডপে তোলা হবে।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে সপ্তমী থেকে রাজ্যে তুমুল বৃষ্টির পূর্বাভাস
এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপনারায়ন নদীর ঘাটে। যেখানে এলাকার বিভিন্ন পুজো কমিটির তরফ থেকে ঘটা করে কলাবউ স্নান করানো চলছে, ঢাকের আওয়াজ এবং কাঁসর ঘন্টার আওয়াজের সঙ্গে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে নদীর ঘাটে এসে কলা বউকে স্নান করানোর উৎসবে মেতেছে বাঙালি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584