আইন প্রত্যাহার আন্দোলনের সমর্থনে আজাদ ময়দানের দিকে হাজার হাজার কৃষক

0
64

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে নাসিক থেকে মুম্বাইয়ের পথে যাত্রা শুরু, ৯০টি গাড়ি আর ১২০০ কৃষক; লক্ষ্য আজাদ ময়দান। শনিবার অল ইন্ডিয়া কিষাণ সভার (এআইকেএস) মহারাষ্ট্র শাখার পক্ষে এই কৃষক যাত্রা শুরু হয়। মহারাষ্ট্রের ২১টি জেলা থেকে নাসিকে জড়ো হন হাজার-হাজার কৃষক। সেখান থেকে মুম্বইয়ের দিকে যাত্রা করেন শুরু করেন তাঁরা।

Azad Maidan | newsfront.co

সাধারণতন্ত্র দিবসের আগে আন্দোলন আরও তীব্র করতে ২৩ থেকে ২৬ জানুয়ারী পর্যন্ত বিশেষ কর্মসূচি নিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (এসকেএম)। আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে দেশের অন্য রাজয়গুলিকেও। এআইকেএস সভাপতি ডঃ অশোক ধাওয়াল জানান, ‘তিন কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতেই শনিবারের এই র্যা লি।‘ মুম্বইয়ে আরও কৃষক এই র্যা লিতে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।

১৮০ কিলোমিটার যাত্রা করে নাসিক থেকে আজাদ ময়দানে পৌঁছবেন কৃষকেরা। সেখানে ৩ দিনের ধর্না চলবে। সোমবার মিছিল করে রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেবেন কৃষকরা।

আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে কৃষকদের ট্রাক্টর র‍্যালিতে ছাড় দিল্লি পুলিশের

২৫ জানুয়ারির এই প্রতিবাদ কর্মসূচিতে, এনসিপি সভাপতি শারদ পাওয়ার, কংগ্রেসের রাজ্য সভাপতি ও রাজ্যের মন্ত্রী বালাসাহেব থোরাট, শিবসেনা নেতা এবং রাজ্যের পরিবেশ ও পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে-সহ একাধিক বাম নেতা যোগ দিতে পারেন।

২৬ জানুয়ারি আজাদ ময়দানেই জাতীয় পতাকা উত্তোলন করে সাধারণতন্ত্র দিবস পালন করবেন আন্দোলনকারী কৃষকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here