ফেন্সিডিলের বিকল্প নতুন সিরাপ আমদানি করছে বাংলাদেশের মাদক কারবারিরা

0
1025

মুনিরুল তারেক, ঢাকাঃ

ডায়ালেক্স ডিসি (Dialex DC) নামের ভারতীয় সিরাপটি সেবনকারীদের কাছে অপরিচিত হলেও বাংলাদেশের মাদক কারবারিরা আমদানি শুরু করেছে। এখন পর্যন্ত ওই সিরাপ মাদকদ্রব্য হিসেবে তালিকায় নেই, তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে- ডায়ালেক্স ডিসি (Dialex DC) নামের সিরাপটিতে ফেন্সিডিলের অনুরূপ উপাদান রয়েছে। এটি ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে কাজ করে।

illegal drugs rescue | newsfront.co

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্র জানিয়েছে, ফেন্সিডিলের আদলে নতুন এই মাদক আমদানি হচ্ছে ভারত থেকে। ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়ন ১৪ বোতল ডায়ালেক্স সিরাপ উদ্ধার করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন জানান, পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের করোনা প্রতারণা! পুলিশ হেফাজতে অভিযুক্ত ৩

সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের কাজীরবেড় গ্রামের বাঁশঝাড়ের মধ্য থেকে পলিয়ানপুর বিওপির টহল দল পরিত্যক্ত অবস্থায় ওই ভারতীয় ডায়ালেক্স ডিসি সিরাপ উদ্ধার করে। তবে এর বহনকারী কিংবা ব্যবসায়ী কাউকে আটক করা যায়নি।

আরও পড়ুনঃ পাকিস্তানে গৌতম বুদ্ধের বিরল মূর্তি ভাঙার অভিযোগে গ্রেফতার ৪

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাদকদ্রব্যের জগতে এই সিরাপটি নতুন আইটেম। তারা এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা শাখার সঙ্গে কথা বলেছেন। তারা জানান- সিরাপটিতে ফেন্সিডিলের অনুরূপ উপাদান থাকায় এটি ফেন্সিডিলের বিকল্প মাদক হিসেবে কাজ করে।

বিজিবি কর্তৃক ফেন্সিডিলের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনার কারণে মাদক চোরাকারবারীরা বিকল্প হিসেবে এই সিরাপটি ভারত থেকে নিয়ে আসছে, যা সাধারণ মানুষের কাছে অপরিচিত হলেও মাদককারবারীদের কাছে মাদক হিসেবেই পরিচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here