লকডাউন -এর মধ্যেই মানবিক মুখের পরিচয় দিল মহিষাদল থানার পুলিশ

0
52

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ

লকডাউনের মধ্যেই মানবিক মুখের পরিচয় দিল মহিষাদল থানার পুলিশ। একেই করোনা মহামারী নিয়েই লকডাউন চলছে সারা বিশ্বজুড়ে। তার পরেও সাধারণ মানুষের কাজ কম্ম নেই, অভাবের তাড়নায় ঠিকমতো খেতে ও চিকিৎসা করাতে পারছেনা।

Treatment | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুরের গ্রামের শক্তিপদ মাইতি বয়স ৬০ বছর। হটাৎ খাট থেকে নামতে গিয়ে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। লকডাউনের জন্য সমস্ত গাড়ি-ঘোড়া বন্ধ তাই মহিষাদল থানায় ফোন করে পরিবারের পক্ষ থেকে।

আরও পড়ুনঃ রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিনিধিদের সাথে প্রশাসনিক বৈঠক পর্যটন মন্ত্রীর

তড়িঘড়ি মহিষাদল থানার পুলিশ গাড়ি নিয়ে গিয়ে শক্তিপদ বাবুকে মহিষাদল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা বলেন স্ট্রোক হয়েছে, হাঁটুতে চোট লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর মহিষাদল থানার পুলিশের সহযোগিতায় গাড়িতে করে তমলুক জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। এই লকডাউনের সময় পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি এলাকার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here