মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্ক:
বোতলে বন্দি হয়ে বিদেশে পাড়ি দিয়েছে দেশের নেশা। আর এটা সত্যি যে, আপনি যদি বিদেশে গিয়ে নিজের দেশের কিছু দেখতে পান তাহলে স্বাভাবিকভাবেই গর্বে আপনার বুক ফুলে উঠবে। হ্যাঁ, এবারেও ঠিক এমনটাই হয়েছে। ফরাসি পানশালায় এ বার জায়গা করে নিল ভারতের জনপ্রিয় দেশি মদ ‘মহুয়া’। আর সেই ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাহিত্যিক অমিতাভ ঘোষ। আর তারপরই নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায় ওই বোতলবন্দি মহুয়ার ছবি।
ওই পোস্টে দু’টি বোতলের ছবি দিয়ে অমিতাভ লিখেছেন, ‘এটি প্যারিসের একটি পানশালার ছবি।’ বোতল দু’টির উপরের সাদা কভারে দেখা যাচ্ছে শুঁড় উঁচু করা এক হাতির ছবি। দেখে মনে হচ্ছে হাতিটি উন্মত্ত। তবে এই বোতলবন্দি মহুয়া ফ্রান্সেই তৈরি হয়েছে।
মূলত, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি ও লাগোয়া ঝাড়খণ্ড ও বিহার-ছত্তিশগড়ের বেশ কিছু অংশে মহুয়া গাছের ফুল থেকে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হয় এই পানীয়। লোকমুখে প্রচলিত রয়েছে, মহুয়া গাছের গন্ধে উন্মত্ত হয় হাতি। মহুয়ার গন্ধে মাদকতার নেশায় পাগল হয় ভাল্লুকের দলও। আবার ভাল্লুক মহুয়া ফল খেয়ে মত্ত হয়ে পড়ে বলেও মনে করেন অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584