নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
৫ম দফা ভোটের আগে রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস সপার্ষদ মধ্যাহ্নভোজ সারছেন এমনই ছবি ফাঁস করলেন মহুয়া। শীতলকুচি কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়া অভিযোগ তুলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছে।
এছাড়াও বহু বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের ভয় দেখাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। স্পষ্টতই, প্রত্যেকেটি যথেষ্ট গুরুতর অভিযোগ। এর মধ্যেই আরো মারাত্মক অভিযোগ আনলেন মহুয়া মৈত্র এবং একেবারে ছবি সহ।শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে সে ছবি পোস্ট করেন মহুয়া।
BJP Candidate for Ranaghat North East (Phase 5 Poll tomorrow) at lunch with central forces…@ECISVEEP please investigate & take action now pic.twitter.com/BjqlmUDyU4
— Mahua Moitra (@MahuaMoitra) April 16, 2021
ছবিতে দেখা গিয়েছে ৫ম দফা ভোটের ঠিক আগের দিন, রানাঘাট উত্তর পূর্বের প্রার্থী অসীম বিশ্বাস ও তার বেশ কয়েকজন দলীয় কর্মী একসাথে বসে দুপুরের খাওয়া সারছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে। এই টুইটে মহুয়া ট্যাগ করেছেন নির্বাচন কমিশনকে। একই সঙ্গে এই ঘটনার তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ এক দফায় ভোট করার দাবি নাকচ কমিশনের, করোনা বিধি মেনেই চলবে প্রচার
বৃহস্পতিবার আরেকটি টুইটে করোনা সংক্রমণের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আরো চার দফায় নির্বাচনের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ওই টুইটে মহুয়া লেখেন, ‘অতিমারীর পরিস্থিতিতে আট দফায় নির্বাচন করা নরহত্যার সমান।’ বাকি তিন দফা নির্বাচন একদফায় করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584