ওয়েব ডেস্ক, দিল্লিঃ
নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত কবিতার লাইন উদ্ধৃত করে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সংসদে তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করেই মহুয়া মৈত্র বলেন, “আজকের ভারত আমাকে সম্রাটের নতুন পোশাকের জন্য হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্পের কথা মনে করিয়ে দেয়। যেখানে সম্রাটের পরনে কিছুই ছিল না। তবে স্তাবক দরবারিরা সেটি রাজাকে বলতে পারেনি।“
এরপরই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বিখ্যাত কবিতা ‘উলঙ্গ রাজা’-র প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলার কবি তাঁর কবিতায় বলেছিলেন পুরো রাজ্যের একমাত্র ছোট নিষ্পাপ বালক উঠে দাঁড়িয়ে একবার নগ্ন সম্রাটকে জিজ্ঞাসা করার সাহস দেখিয়েছিল। বলেছিল, ‘রাজা, তোর কাপড় কোথায়?’ আর আজ আমি একই প্রশ্নটি করছিঃ সম্রাট, আপনার কাপড়গুলি কোথায়?”
এদিন জিএসটি থেকে পিএম কেয়ার্স সবকিছু নিয়ে সংসদে ক্ষোভ উগরে দিলেন কৃষ্ণনগরের সাংসদ। ট্যাক্স বিল ২০২০, অত্যন্ত সমস্যার, কারণ এটি রাজ্যগুলির রাজস্ব ব্যবস্থা আরও দুর্বল করে দেবে। রাজ্যগুলির রাজস্ব আদায়ের ক্ষেত্র আরও সংকুচিত হবে।
আরও পড়ুনঃ সম্মিলিত প্রতিবাদেও ব্যর্থ বিরোধীরা, লোকসভার পর রাজ্যসভাতেও পাশ কৃষি বিল
যেভাবে জিএসটি র পরে রাজ্যগুলোর রাজস্ব আদায় কমেছে। তৃণমূল সাংসদ বলেন, পিএম কেয়ার্স ফান্ডে ৭০% ডোনেশন এসেছে পাবলিক সেক্টর ইউনিট গুলি থেকে যার একটা বড় অংশ আগে রাজ্যগুলোর ত্রাণ তহবিলে জমা হত।
আরও পড়ুনঃ সাংবাদিক রাজীব শর্মার গ্রেফতার উঁচুতলার নির্দেশে! সরব প্রেস ক্লাব অফ ইন্ডিয়া
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ওইদিন অধিবেশনে অভিযোগের আঙ্গুল তোলেন অর্থমন্ত্রীর দিকেও। তাঁর অভিযোগ, অর্থমন্ত্রী কি ইচ্ছাকৃত ভাবে ভুলে গেছেন যে রাজ্যগুলি তাদের রাজ্যের ইন্ডাইরেক্ট ট্যাক্স আদায়ের অধিকার ছেড়ে দিয়েছিল বলেই জিএসটি সম্ভব হয়েছিল? কেন্দ্র প্রতিশ্রুতি দিয়েছিল যে পরিমান রাজস্ব ঘাটতি হবে রাজ্যগুলির তা আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত “পুল্ড জিএসটি কম্পেনসেশন ফান্ড”-এর মাধ্যমে কেন্দ্র পূরণ করবে?
তৃণমূল সাংসদের দ্বিতীয় প্রশ্ন ছিল পিএম কেয়ার্স ফান্ড নিয়ে। মহুয়া মৈত্র বলেন, এই পিএম কেয়ার্স ফান্ড সর্বোতভাবে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বিরোধী এবং বৈষম্যমূলক। ত্রাণ তহবিলের ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের এমন বৈষম্য সংবিধানের আর্টিকেল ১৪ এর বিরোধী। রাজ্যের ত্রাণ তহবিল এবং পিএমকেয়ার্স ফান্ড এর এই বৈষম্য সাধারণভাবেই অবিচার ও অন্যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584