নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দিল্লি হিংসার ঘটনায় পুলিশের সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম নেই কপিল মিশ্রদের । অথচ রয়েছে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব , ভীম আর্মি পার্টির চন্দ্রশেখর আজাদের নাম।
বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁদের ‘টার্গেট’ করা হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিস্ফোরক মন্তব্য, বিজেপি এবার হয়তো ইতিহাস পালটে ফেলবে। দেখা যাবে গুজরাট দাঙ্গার জন্য কোনওদিন নেহরুকে দায়ী করে বসবে।
Delhi riots chargesheet silent on Kapil Mishra but includes Yechury & Yogendra Yadav
Am now certain BJP govt will re-write history textbooks naming Nehru as chief instigator of Gujarat riots— Mahua Moitra (@MahuaMoitra) September 12, 2020
আরও পড়ুনঃ দাঙ্গায় প্ররোচনা! সাপ্লিমেন্টারি চার্জশিটে সীতারাম জয়তী-সহ ৫ জনের নাম জড়াল দিল্লি পুলিশ
এই প্রসঙ্গে শনিবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে মহুয়া লেখেন, ‘‘দিল্লি হিংসার ঘটনায় পেশ করা চার্জশিটে কপিল মিশ্রর নাম নেই। অথচ ইয়েচুরি এবং যোগেন্দ্র যাদবের নাম রয়েছে। আমার মনে হয়, এরপর বিজেপি হয়তো নতুন করে ইতিহাস লিখবে। আর সেখানে গুজরাট দাঙ্গার জন্য নেহরুকে দায়ী করা হবে।’’
আরও পড়ুনঃ কর ফাঁকি দেওয়ার অভিযোগে এ আর রহমানের বিরুদ্ধে হাইকোর্টে আয়কর দফতর
এই প্রসঙ্গে অন্যান্য বিরোধী দলগুলিরও বক্তব্যও একই। সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, “সরকার বিরোধী যে কোনও বিরোধী মতকে দমন করতে গুজরাট মডেলকে কৌশল হিসেবে ব্যবহার করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০১৪ সাল থেকে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, সাংবাদিক, সমাজকর্মী, বুদ্ধিজীবীদের কণ্ঠস্বর কঠোরভাবে দমন করা হচ্ছে। এখন বিরোধী দলের নেতাদের গায়েও দাঙ্গাকারীর তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “এটা নৃশংসতার চেয়েও খারাপ। আমি তাঁদের পাশে আছি। তাঁরা ক্ষমতায় থাকা জালিয়াতদের চেয়ে বড় দেশভক্ত।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584