নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কুড়ি বছর পর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ছোট আঙারিয়া গণ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আব্দুল রহমান মল্লিককে গ্রেপ্তার করলো গড়বেতা থানার পুলিশ। গত কুড়ি বছর ফেরার ছিল আব্দুল রহমান মল্লিক। সে সিপিএমের সক্রিয় কর্মী ছিল।

২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতা থানার ছোটআঙারিয়া গণহত্যার ঘটনা ঘটে। যে ঘটনায় পাঁচজনকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠে সিপিএমের নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে তার নাম ছিল। ওই ঘটনার পর সিপিএম কর্মী তথা ছোট আঙারিয়া গণহত্যার মূল অভিযুক্ত আব্দুল রহমান মল্লিক এলাকা ছেড়ে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ কেরলে ট্রেনের ধাক্কায় মুর্শিদাবাদের দুই যুবকের মৃত্যু
সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গড়বেতা থানার ফুলবেড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃত সিপিএম কর্মী আব্দুল রহমান মল্লিককে গড়বেতা আদালতে তোলা হয়। গড়বেতা আদালতের ভারপ্রাপ্ত বিচারক ধৃত আব্দুল রহমান মল্লিককে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584