নিউটাউনের হোটেলে গৃহবধূ খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত অমিত ঘোষ

0
176

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

মঙ্গলবার গভীর রাতে নিউটাউনের হোটেলে গৃহবধূ খুনের ঘটনায় ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে গ্রেফতার মূল অভিযুক্ত অমিত ঘোষ। এদিন নয়াগ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে অমিত ঘোষ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে নিউটাউন টেকনোসিটি থানার পুলিশ।

suspect arrested | newsfront.co

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর নিউটাউনের ডিডি ব্লকের একটি হোটেলে ওঠেন চুমকি ঘোষ নামে ওই গৃহবধূ ও অভিযুক্ত অমিত ঘোষ। সেদিন দুপুর দুটো নাগাদ তাঁরা খাবারের অর্ডার দেন। খাবার দিতে গেলে হোটেলকর্মীকে তাঁরা বলেন, সন্ধ্যে সাতটা নাগাদ তাঁরা বেরিয়ে যাবেন। সন্ধ্যে আটটা পর্যন্ত তারা না বের হলে হোটেলকর্মীরা তাদের ঘরে গিয়ে দেখেন দরজা বন্ধ, ভেতরে টিভি চলছে। কাউকে ডেকেও সাড়া পাওয়া যাচ্ছে না। রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে অবাক হয়ে যান হোটেলকর্মীরা।

suspect arrested | newsfront.co
ধৃত অভিযুক্ত। নিজস্ব চিত্র

 

দেখেন বিছানার উপর উপুড় হয়ে পড়ে রয়েছেন ওই মহিলা। শরীরের বিভিন্ন জায়গায় কোপানোর দাগ। পাশে পড়ে ভাঙা মদের বোতল। হোটেলের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা যায় বিকেল চারটে নাগাদ হোটেল থেকে বেরিয়ে গিয়েছে অভিযুক্ত যুবক। খবর দেওয়া হয় টেকনোসিটি থানায়। এদিকে, তদন্তে নেমে মৃত মহিলার বিছানার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ বেলপাহাড়িতে হাতির হানায় বৃদ্ধের মৃত্যু

সেখানে লেখা, ‘তোকে মারতে চাইনি। মারতে বাধ্য হলাম।’ হোটেলের নথি ঘেঁটে দেখা যায় মৃত চুমকি ঘোষ ও তার পুরুষ সঙ্গী দুজনেই এসেছিল পশ্চিম মেদিনীপুর থেকে। জিজ্ঞাসবাদের জন্য ডাকা হয় চুমকির স্বামীকে। অভিযুক্ত অমিত ঘোষের সঙ্গে তার কী সম্পর্ক তা জানার চেষ্টা করে পুলিশ। জানা যায়, ফেসবুকেই চুমকির সঙ্গে আলাপ হয় অমিতের। চাকরি দেওয়ার নাম করে তাকে নিউটাউনে আনা হয়। এরপরই অমিতের খোঁজে তল্লাসি শুরু করে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here