বাগুইআটির বার ড্যান্সার খুনে গ্রেফতার মূল অভিযুক্ত সৌরভ চক্রবর্তী

0
59

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বাগুইআটির বার ড্যান্সারের দেহ উদ্ধারের চারদিন বাদে খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত সৌরভ চক্রবর্তী। সুইটি কৌর নামে ওই বার ড্যান্সারকে খুনের ঘটনায় সৌরভ চক্রবর্তীকে পুলিশ খুঁজছিল। ধৃত সৌরভ চক্রবর্তীকে জেরা করে খুনের কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। খতিয়ে দেখছেন খুনের ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা। ধৃত সৌরভ চক্রবর্তী পেশায় একজন ড্রাইভার।

suspect arrested | newsfront.co
প্রতীকী চিত্র

ইস্ট মল রোডে মৃণাল কান্তি মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন সুইটি। শনিবার রাতে তালা ভেঙে উদ্ধার করা হয় বার ড্যান্সার সুইটি কৌরের পচাগলা দেহ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, পুরুষ সঙ্গী সৌরভ চক্রবর্তীর সঙ্গে থাকতেন ওই যুবতী।

আরও পড়ুনঃ রেজিনগরের পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়

৩১ ডিসেম্বর সুইটিকে শেষবার দেখা গিয়েছিল। তার পর থেকে তাঁকে আর কেউ দেখেননি। তদন্তে আরও উঠে আসে, আজিজুল ইসলাম নামের এক যুবককে সৌরভই সবার প্রথমে হোয়াটস অ্যাপে জানায় যে সে সুইটিকে খুন করেছে। এই আজিজুলের গাড়িচালক সৌরভ চক্রবর্তী। আবার আজিজুলের সঙ্গে সুইটির বন্ধুত্বপূর্ণ সম্পর্কও রয়েছে।

এখন খুনের পিছনে ত্রিকোণ প্রেমের সম্ভাবনার কথা উড়িয়ে দেননি তদন্তকারীরা। তবে খুনের প্রকৃত কারণ এখনও অধরা। ধোঁয়াশা রয়েছে খুনের কারণ নিয়ে। মুখে বালিশ চাপা দিয়ে-ই ওই যুবতীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। কারণ মুখে বালিশ চাপা অবস্থাতেই উদ্ধার হয় মৃতদেহটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here