আগামী সপ্তাহে ইংল্যান্ডে নিয়ম মেনে মাঠে ফিরবেন দর্শকরা

0
45

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

সাহসী সিদ্ধান্ত ইংল্যান্ড সরকারের। আগামী সপ্তাহে দূরত্ববিধি মেনে মাঠে ফিরবেন দর্শকরা। এদিন এই ঘোষণা করলেন ইংল্যান্ড প্রধানমন্ত্রী বরিস জনসন। কাকতালীয়ভাবে শুরুটা হচ্ছে ক্রিকেট দিয়ে। ২৬-২৭ জুলাই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে। সেখানে ম্যাচ দেখার অনুমতি পাবেন ক্রিকেটাররা।

Stadium | newsfront.co
ফাইল চিত্র

এরপর বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ, ঘোড়া দৌড়ের মতো কিছু ইভেন্টেও দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হবে।সব ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্টেডিয়ামের মোট দর্শকাসনের একটা নির্দিষ্ট শতাংশই দর্শকদের জন্য খোলা হবে।

আরও পড়ুনঃ রিয়ালের বিজয়ে অভিনন্দন ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের

দু’জন দর্শকের মধ্যে ফাঁকা জায়গা রাখা হবে। মাস্ক, থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। কারও শরীরে করোনা উপসর্গ থাকলে তাঁকে স্টেডিয়ামে না আসতে অনুরোধ করা হচ্ছে। টেস্ট ম্যাচ, ইপিএল, এফএ কাপের মতো জনপ্রিয় টুর্নামেন্টেগুলোতে দর্শক অনুমতি না দিয়ে এখানে দেওয়াতে উঠছে প্রশ্ন। এখনো ইংল্যান্ডের পরিস্থিতি স্বাভাবিক নয়। প্রসঙ্গত অস্ট্রেলিয়া সরকার এমন দাবি করলেও তারা সফল হয়নি এখন দেখার ব্রিটিশরা পারে কি না !

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here