নজির গড়লো ফলতার মাজেদা, রুপশ্রী’র টাকা তুলে দিল বিডিও-র হাতে

0
149

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

নিজের বিয়ে আটকে রুপশ্রী প্রকল্পের টাকা বিডিওর হাতে তুলে দিয়ে নজির গড়লো ফলতার এক স্কুল ছাত্রী।
জানা যায়, ফলতার শতলকলসা হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাজেদা খাতুন।

bdo office | newsfront.co
নিজস্ব চিত্র

পরিবারের লোকজন তার বিয়ে ঠিক করে। কিন্তু বিয়েতে সায় ছিলোনা মাজেদার। সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়। অন্যদিকে পরিবারের পক্ষ থেকে রুপশ্রী প্রকল্পের জন্য আবেদন করে ফেলে।

majeda khatun | newsfront.co
মাজেদা খাতুন। নিজস্ব চিত্র

মিলেও যায় রুপশ্রী প্রকল্পের টাকা। কিন্তু ছাত্রী মাজেদা খাতুন বিয়ে না করার জন্য অনড় থাকে। পরে মাজেদা নিজের বিয়ে আটকে, ফলতা ব্লকের বিডিও সন্দীপ ঘোষের হাতে রুপশ্রী প্রকল্পের টাকা তুলে দেয়।

আরও পড়ুনঃ ডোমকলে মহকুমা খাদ্য সরবরাহ নিগম অফিসের উদ্বোধন

সমস্ত ঘটনা ফলতা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আতিকুল্লা মোল্লার প্রচেষ্টায় সফলতা পায় বলে জানাযায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here