শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
উত্তরে টালা এবং দক্ষিণে মাঝেরহাট সেতুর কাজ চলায় ভোগান্তি বেড়েছিল শহরবাসীর। লকডাউনের মধ্যে তাই দ্রুত কাজ শেষ করতে চাইছে পূর্ত দফতর। ইতিমধ্যেই তিন বার সেতু চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে তা হয়নি। তবে পুজোর আগেই কাজ শেষ হয়ে যাবে ব্রিজের কাজ। ফলে চালু হয়ে যাবে ব্রিজ বলে আশাবাদী পূর্ত দফতরের আধিকারিকরা।
সূত্রের খবর, ইতিমধ্যেই শেষ করা হয়েছে রেল লাইনের ওপরে থাকা গার্ডার বসানোর কাজ। ৭৬ মিটার লম্বা এই গার্ডারকে মোট ৬ টি অংশে ভাগ করা হয়েছিল। সেই অংশগুলিকে ধাপে ধাপে বসানো হয় রেল লাইনের ওপরের অংশে। লকডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকায় শিয়ালদহ-বজবজ শাখার লাইনের ওপরে পাওয়ার ব্লক বন্ধ করে কাজ করতে অনেকটাই সুবিধা হয়েছে। তারপর রেল লাইনের ওপরে সুপার স্ট্রাকচারের কাজ হয়ে গেলে শুধুমাত্র কেবল টানার কাজ বাকি থাকবে।
আরও পড়ুনঃ বাঁকুড়ার বড়জোড়া হাইস্কুলের গৌরব মন্ডলের প্রাপ্ত নম্বর ৪৯৯
বিশেষজ্ঞরা বলছেন, নয়া মাঝেরহাট সেতু অনেকটাই দেখতে হবে দ্বিতীয় হুগলি সেতুর মতো ‘কেবল স্টেডেড সেতু।’ সেতুর পিলার বা পাইলন অনেক উচুঁ হবে। গার্ডার বা ডেক কেবল মারফত এই পিলারের সঙ্গে জুড়তে হবে। পূর্ত দফতর সূত্রে খবর, শীঘ্রই সেই কেবল টানার কাজ শুরু হতে চলেছে।
আরও পড়ুনঃ বিদুৎমন্ত্রীকেও ৫৭ শতাংশ বেশি বিল ধরাল সিইএসসি
পুজোর আগে এই সেতু চালু হয়ে গেলে গঙ্গাসাগর যাত্রীদের সুবিধা হবে। মাঝেরহাট সেতু চালু হয়ে গেলে শুধুমাত্র ছোট গাড়ি, বাস, মিনিবাস নয়, সেতুর ওপর দিয়ে প্রচুর পণ্যবাহী কন্টেনার যাতায়াত করবে। সেতুর নকশা এমনভাবে করা হয়েছে, যাতে ৩৬০ টন ওজনের গাড়ি চলাচল করতে পারে। তাই পুজোর আগে শুভ সূচনা করতে চাইছে পূর্ত দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584