মকরসংক্রান্তির পূর্ণস্নানে ভিড় বাড়ছে দীঘা সৈকতেও

0
51

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মকর সংক্রান্তির পূন্যলগ্নে পূর্ণস্নান করতে গঙ্গাসাগরে আসেন লক্ষ্য লক্ষ্য পূণার্থীরা। আসেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা। অনেকে গঙ্গাসাগরে যেতে পারেন না, ফলে আশা পূরণ করতে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘাকেই বেছে নিচ্ছেন অনেক মানুষ।

makar sankranti | newsfront.co
নিজস্ব চিত্র

তাই গতকাল থেকেই দীঘায় ভিড় বাড়ছে। দীঘা কি আসার কারণ হিসেবে জানান আমরা গঙ্গাসাগর যাওয়ার সুযোগ হয় না কিন্তু দীঘা সমুদ্র সৈকত একটা আলাদা আবেগের জায়গা। তাই দীঘা সমুদ্রকে পূর্ণ স্নান হিসেবে বেছে নিয়েছি বলে জানান দর্শনার্থীরা।

makar sankranti | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মকরসংক্রান্তি উপলক্ষে সাগরতট এখন মিনি ভারত

দীঘা পর্যটন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাইকের প্রচারের সাথে সাথে নুলিয়াদের টহল চলছে, যে কোন দুর্ঘটনা এড়াতে সজাগ প্রশাসন। তাই গঙ্গাসাগরের সাথে সাথে দীঘাতে ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here