নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
দীর্ঘ দিনের ঐতিহ্য মেনে এবছরও মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীর গান্ধী ঘাটে মকরস্নান করতে উপস্থিত হয়েছিলেন অসংখ্য মানুষ।পূন্যস্নানের পাশাপাশি দরিদ্রদের মধ্যে চাল ডাল বস্ত্র চাদর কম্বল ও বিতরণ করেন তারা । কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা খিচুড়ি বিতরণ করেন।শহরের প্রতিষ্ঠিত ব্যাবসায়ী দুলাল দত্ত তার স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে ভোরেই গান্ধী ঘাটে পৌঁছে গিয়ে সাড়ে পাঁচ শতাধিক দুঃস্থ অসহায়দের হাতে কম্বল চাদর পোশাক চাল ডালের প্যাকেট তুলে দেন।উল্লেখ থাকে যে, কয়েক সপ্তাহ আগেও যখন শীতের তীব্রতা ছিল তুঙ্গে সেই সময় শহরের শর্মা,কর্ণগড় ও অন্যান্য এলাকায় সস্ত্রীক দুলাল বাবু ঘুরে ঘুরে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে সমাজ সেবার উজ্জ্বল নিদর্শন রেখেছিলেন । দুলাল বাবু বলেন, আগামী দিনে দুঃস্থ অসহায়দের জন্য আরও কিছু সদর্থক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
আরও পড়ুন: পশ্চিম মেদিনীপুরে মাস ব্যাপী ‘সেফ ড্রাইভ,সেভ লাইফ’ কর্মসূচির সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584