৭ আগস্ট অনলাইনে হবে সিইটি, জেইম্যাট পরীক্ষা

0
44

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা পরিস্থিতির মধ্যেই ৭ আগস্ট সিইটি এবং জেইম্যাট-এর আয়োজন করছে মৌলানা আবুল কায়েম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(ম্যাকাউট)। অনলাইনেই দেওয়া যাবে এই দুটি পরীক্ষা। সিইটি হল ইউজিসি স্বীকৃত এবং ম্যাকাউট অনুমোদিত ও পরিচালিত স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের বিভিন্ন পেশাদার কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা। তার মধ্যে বায়োটেকনোলজি, বাইফরম্যাটিক্স, মডিকিউলার বায়োলজি, ডেটা সায়েন্স, অ্যানিমেশন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন বিএসসি বা এমএসসি কোর্স রয়েছে।

Exam | newsfront.co
প্রতীকী চিত্র

অন্যদিকে, জেইম্যাট হল এমবিএ কোর্সের প্রবেশিকা পরীক্ষা। ক্যাট, ম্যাটের মতো ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকার মতো জেইম্যাটও ম্যাকাউটের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা।

আরও পড়ুনঃ ছায়া মহামারি রোধে সিট গঠন হাইকোর্টের

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে, কোভিড পরিস্থিতির কারণে এবার প্রার্থীর নিজস্ব কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন থেকেই এই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এইপরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীরা আগামীকাল, বৃহস্পতিবার থেকে বিভিন্ন বিষয়ের অনলাইন কনফারেন্সে যোগ দিতে পারবেন।

আরও পড়ুনঃ নতুন শিক্ষানীতিতে সীলমোহর, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম পাল্টে করা হল শিক্ষা মন্ত্রক

আগামীকাল যে যে বিষয়গুলি নিয়ে অনলাইন কনফারেন্স হবে সেগুলি হল, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, বিবিএ, ফরেন্সিক সায়েন্স প্রভৃতি। ৪ আগস্ট পর্যন্ত বিষয়ভিত্তিক এহেন ভিডিও কনফারেন্স চলবে। জানা গিয়েছে, এই কনফারেন্সগুলিতে উপস্থিত থাকবেন ম্যাকাউটের উপাচার্য সৈকত মিত্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here