জাল ভোট রোধে যন্ত্র বানিয়ে পুরস্কার লাভ

0
84

সুদীপ পাল,বর্ধমানঃ

Make a device to prevent counterfeit votes and get reward
নিজস্ব চিত্র

বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দল সরব হয় জাল ভোট নিয়ে। এবার সেই জাল ভোট রুখে দেওয়ার যন্ত্র বানিয়ে দিল্লিতে আয়োজিত সর্বভারতীয় প্রতিযোগিতায় দ্বিতীয় পুরস্কার পেল দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। দুর্গাপুরের বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির তৃতীয় বর্ষের দুই ছাত্র চন্দন গোপ ও দীপায়ন নন্দী ‘অ্যান্টি রিগিং ভোটিং মেশিন’ (এআরভিএম) তৈরি করে সাড়া ফেলে দিয়েছে।

আরও পড়ুন:দুই বর্ধমানে সাড়ম্বরে পালন প্রজাতন্ত্র দিবস

দিল্লীতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন(এআইসিটিই) আয়োজিত ছাত্র বিশ্বকর্মা অ্যাওয়ার্ড ২০১৮ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১১৫ টি প্রজেক্টের মধ্যে এই মেশিন দ্বিতীয় স্থান অর্জন করেছে। কিন্তু এই যন্ত্রের বিশেষত্ব কি? জানা যাচ্ছে, এই যন্ত্রের সাহায্যে জাল ভোট আটকানো যাবে। কোন ভাবেই অতিরিক্ত সংখ্যক ভোট দেওয়া যাবে না।ভোট দেওয়ার সময় মেশিনের কি-বোর্ডের মাধ্যমে এপিক নম্বর দিতে হবে। তা টাইপ করে সাবমিট করা হলে ভোটারের আঙ্গুলের ছাপ চাইবে মেশিন। ছাপ মিললে তবেই ভোটিং মেশিন অন হবে না হলে নয়। অন্য কারও এপিকে ভোট দিতে এলে আঙ্গুলের ছাপ না মিললে স্বাভাবিক ভাবে কার্ড মেশিনে ব্লক হয়ে যাবে। প্রিজাইডিং অফিসাররা একদিকে যেরকম মানসিকভাবে চাপ মুক্ত হবেন অন্যদিকে এই যন্ত্রের সাহায্যে ভোট করলে কাগজের ব্যবহার বন্ধ হয়ে যাবে। তাছাড়া সময়ও কম লাগবে। এখন দেখার অ্যান্টি রিগিং ভোটিং মেশিন নির্বাচনে কাজে লাগানো হয় কিনা। তবে জালভোট রুখে দেওয়ার যন্ত্র আবিষ্কার করতে পেরে এখন আনন্দে ভাসছেন ছাত্ররা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here