নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বেঙ্গালুরুর মডেল তথা মেকআপ শিল্পী হিতেশা চন্দ্রানী বুধবার অভিযোগ করেন, জনপ্রিয় ফুড ডেলবাড়ি সংস্থা জোম্যাটোর এক ডেলিভারি এজেন্টের হাতে তিনি নিগৃহীত হয়েছেন।
টুইটারে হিতেশা চন্দ্রানী একটি ভিডিও পোস্ট করেন যাতে দেখা যাচ্ছে তাঁর নাক থেকে প্রবল রক্তক্ষরণ হচ্ছে। ওই ভিডিও বার্তায় চন্দ্রানী অভিযোগ করেন যে, তিনি ওইদিন জোম্যাটো থেকে খাবার অর্ডার করেন। কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রম করে গেলেও খাবার না পৌঁছনোয় তিনি সংস্থার কাস্টমার সার্ভিসে ফোন করে অভিযোগ জানান।
So guys this just happened to me yesterday
Pls support me @zomato @zomatoin @viralbhayani77 @sagarmaheshwari @ATSBB @bbcnewsindia @narendramodi @cnnbrk @AltNews @NBCNews @itvnews @DgpKarnataka @TV9Telangana pic.twitter.com/TBso6N23k3— Hitesha Chandranee (@HChandranee) March 10, 2021
সংস্থার কাছে চন্দ্রানি দাবি করেন যেহেতু নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়েছেন সে কারণে হয় জোম্যাটো ওই খাবার তাঁকে বিনামূল্যে দিক অথবা ক্যানসেল করুক। জোম্যাটর কাস্টমার সার্ভিস প্রতিনিধির সঙ্গে এই বাদানুবাদ চলাকালীন কামারাজ তাঁকে ধাক্কা মারে এবং ধাক্কার জেরে তাঁর নাক থেকে রক্তক্ষরণ শুরু হয়।
কান্নায় ভেঙে পড়ে রক্তাক্ত অবস্থায় সেই ভিডিওটি তিনি টুইটারে পোস্ট করেন সাথে জোম্যাটো ও বেঙ্গালুরু সিটি পুলিশকে ট্যাগ করেন। তিনি টুইটে লেখেন ওই ডেলিভারি এজেন্ট তাঁকে মেরে ততক্ষণে পালিয়ে যান। এই মর্মে ইলেকট্রনিক সিটি থানায় তিনি অভিযোগ ও জানান।
আরও পড়ুনঃ বাংলার জেলায় জেলায় বোমা তৈরির কারখানা! অমিত মন্তব্যের জবাব এড়াল স্বরাষ্ট্রমন্ত্রক
ইলেকট্রনিক সিটি থানার পুলিশ সেদিনই ওই ডেলিভারি এজেন্টকে গ্রেপ্তার করে, জানা যায় তার নাম কামারাজ। ইলেকট্রনিক সিটি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কামারাজ পুলিশের কাছে জানিয়েছে যে তিনি আত্মরক্ষার জন্য ওই মহিলাকে ধাক্কা দেন। পুলিশের কাছে কামারাজ বলেছেন তিনি যখন খাবারের প্যাকেটটি ডেলিভারি করতে পৌঁছন চন্দ্রানী তাঁকে বলেন টাকা ফেরত দেওয়ার জন্য।
আরও পড়ুনঃ ১.১৫ লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণের হিসাব মুছে দিল ব্যাংক, জানাল কেন্দ্র
তিনি উত্তরে জানান সংস্থার নিজস্ব পদ্ধতি রয়েছে টাকা ফেরতের, সেখানে যোগাযোগ করার জন্য। ইতিমধ্যে হিতেশা চন্দ্রানী তাঁকে গালিগালাজ করতে থাকেন ও পায়ের চটি খুলে তাকে মারতে যান। সেই পরিস্থিতিতে তিনি মহিলাকে ধাক্কা দেন নিজেকে বাঁচাতে এবং চন্দ্রানীর আঘাত লাগে।
ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো ও টুইট করে জানিয়েছে এধরণের ঘটনা ভবিষ্যতে আর যাতে না ঘটে সে বিষয়ে নজর থাকবে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584