বিশ্বের প্রথম ইউনিসেক্স কন্ডোম, অভিনব আবিষ্কার মালয়েশিয়ার এক চিকিৎসকের

0
389

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ 

মালয়েশিয়ার এক স্ত্রী রোগ বিশেষজ্ঞ আবিষ্কার করলেন বিশ্বের প্রথম ইউনিসেক্স কন্ডোম। অর্থাৎ এই কন্ডোম ব্যবহার করতে পারবেন পুরুষ এবং মহিলারা, দাবি আবিষ্কর্তা জন ট্যাং ইং চিন-এর।

Unisex condom
ছবিঃ সংগৃহীত

জন ট্যাং ইং চিন বলেছেন, এই কন্ডোমটি তৈরি করা হয়েছে Polyurethane দিয়ে। অন্যান্য কন্ডোমের মতোই এটিও সুরক্ষিত যৌন জীবন দেবে মানুষকে শুধু এই কন্ডোমের কিছু গঠনগত ফারাক রয়েছে। এই কন্ডোমটি একটি আঠালো আবরণযুক্ত এবং সম্পূর্ণ সুরক্ষা দেয়। এটি যোনি বা পুরুষাঙ্গের পাশাপাশি সংলগ্ন শারিরিক অংশকেও ঢেকে রাখে।

আরও পড়ুনঃ ইউটিউব দেখে সন্তানের জন্ম দিল ১৭ বছরের কিশোরী!

এখন সব থেকে বড় প্রশ্ন এই কন্ডোম বাজারে আসবে কবে? চিকিৎসক জানিয়েছেন, ডিসেম্বরে এই কন্ডোম বানিজ্যিকভাবে বাজারে আসতে পারে। এই কন্ডোম অনিচ্ছাকৃত গর্ভধারণ এবং যৌন রোগ প্রতিরোধ করতে পারবে এই বিষয়ে তিনি আশাবাদী। তবে কন্ডোমের দাম এখনও নির্ধারিত করা হয়নি। ট্যাং আরও বলেন, কন্ডোমটি পরার ফলে যৌন সঙ্গমের সময় কোনও অস্বস্তি হবে না। এমনটি কন্ডোম ব্যবহার করলেও তার অস্তিত্ব নাকি বুঝতে পারবেন না ব্যবহারকারী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here