নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে আটকে পড়া শ্রমিকদের নিজের বাড়িতে ফেরাতে উদ্যোগ নিল জেলা প্রশাসন। আটকে পড়া শ্রমিকদের বাড়ি নদীয়া এবং উত্তর ২৪ পরগণায় বলে মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন।
জেলাশাসক বলেন, মালদহে ভিন জেলার মোট ৩৪০ জন শ্রমিক কাজ করতে এসে আটকে পড়েছেন। তাঁরা মূলত জেলার হিমঘরগুলিতে কাজ করেন। তাঁদের বাড়ি নদীয়া এবং উত্তর ২৪ পরগণার বিভিন্ন জায়গায়।
আরও পড়ুনঃ ১২ দফা দাবিতে খড়্গপুরে এসডিও -র কাছে ডেপুটেশন বাম-কংগ্রেসের
এখনও পর্যন্ত আমাদের জেলায় করোনা ভাইরাস সংক্রামিত হয়নি। তাই দ্রুত তাঁদের নিজের নিজের জেলায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, আটকে পড়া শ্রমিকদের জন্য রসদের ব্যবস্থা করা হয়েছে। তাদের দ্রুত নিজেদের বাড়ি পৌঁছে দেওয়া হবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584