নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের গাজোলের কচুয়া এলাকার বাসিন্দা মেরি কিস্কু। স্বামী আলভেট হেমরম বীরভূমে মজুরের কাজ করেন। লকডাউনের জেরে সেখানে আটকে পড়েছেন তিনি। কাজ বন্ধ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে উপার্জন। বাড়িতে দেড় বছরের শিশু রয়েছে তার।
হাতে যেটুকু টাকাপয়সা ছিল তা দিয়ে কয়েকদিন কোনওরকমে চললেও তারপর থেকে আর খাবার জুটছিলনা। সাহায্যের জন্য স্থানীয় পঞ্চায়েতে গেলেও কোনও লাভ হয়নি। শিশু সন্তানকে কোলে নিয়ে গাজোল থানার গেটে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি।
আরও পড়ুনঃ গড়বেতায় দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন স্থানীয় বিধায়ক
বিষয়টি নজরে আসতেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় গাজোল থানার পুলিশ। মেরির সঙ্গে যোগাযোগ করে অভিযাত্রী ক্লাবের সদস্যরা। ক্লাবের তরফে তাদের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
শুধু মেরি কিস্কুই নয়, কয়েকদিন ধরে প্রায় ৩২০টি গরিব পরিবারের হাতে প্রয়োজনীয় ১৫ রকমের সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ক্লাবটি চেষ্টা করছে প্রায় ৫০০টি পরিবারের হাতে এই ধরনের সামগ্রী তুলে দিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584