নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ নালাগোলা রাজ্য সড়কের কালভার্টের নিচের একটা অংশ ভেঙে বিপত্তি ঘটলো। এর ফলে রবিবার সকাল থেকেই এই রুটে সমস্ত রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে।
রবিবার ভোর পাঁচটা নাগাদ হবিবপুর ব্লকের হুরাবাড়ি এবং বেগুন বাড়ির মাঝামাঝি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রশাসনের উদাসীনতার ফলে এই ঘটনা ঘটেছে। রবিবার সকালে হঠাৎ করে এই কালভার্টের নিচু অংশে ধ্বস দেখা যায়।
আরও পড়ুনঃ সালিশি সভায় চলল গুলি
ফলে মালদহ নালাগোলা রুটে ছোট-বড় সমস্ত রকম যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বর্তমান করোনা আবহের মধ্যে দিন কাটছে এলাকার মানুষজনদের।
কেউ করোনা আক্রান্ত হলে কিভাবে হাসপাতালে পৌঁছাবে সেটাই এখন বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রবিবার বিকাল পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ভূমিকা গ্রহণ করা হয়নি বলে জানা গিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584