নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
বিশ্ব বাজারে মালদার আমের খ্যাতি ছড়াতে এবার সুদূর ইংল্যান্ড সহ বেশ কিছু দেশে পাড়ি দিচ্ছে ফজলি , ল্যাংড়া অনান্য প্রজাতির আম। মালদা জেলা জেলা উদ্যানপালন দপ্তরের উদ্যোগে ইতি মধ্যে শুরু হয়েছে প্রস্তুুতি। আমের পরীক্ষা নিরিক্ষা করে প্যাকিং করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিদেশে আম রপ্তানি করার ফলে জেলার অর্থনীতি অনেকটায় সমৃদ্ধ হবে দাবী জেলার ব্যবসায়ী মহলের।
গতবছর মালদা সফরে এসে জেলার আম বিদেশে রপ্তানি করার কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই মত শুরু হয় বিদেশে আম পাঠানোর প্রক্রিয়া। ইউরোপের বিভিন্ন দেশে আম পাঠানোর ছাড়পত্র মেলে। চলতি মরশুমের প্রথম থেকেই আম বিদেশের বাজারে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মালদা জেলা উদ্যান পালন দপ্তর সুত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে মালদা জেলা থেকে ল্যাংড়া, ফজলি , হিমসাগর ও লক্ষণভোগ আম বিদেশে পাঠানো হবে।
মূলত ইংল্যান্ড, সিঙ্গাপুর ও দুবাইয়ের বাজারে আম রপ্তানি করা হবে। এই বিষয়ে জেলা উদ্যানপালন দপ্তরের সহ অধিকর্তা রাহুল চক্রবর্তী জানান, ইংল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সংখ্যা তুলনায় বেশি। তাই সেখানে বেশি পরিমানে আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে আরো অনান্য দেশ গুলিতে আম পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এবছর মালদা জেলার ইংরেজবাজার ও গাজোল ব্লকের আম বিদেশের বাজারে পাড়ি দিচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584