নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় মহিলা ক্রিকেটারা প্রায় আক্ষেপ করেন যে একই পরিশ্রম করে তাঁদের সঙ্গে পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক অনেক কম, যদি ব্রাজিল ফুটবলের দিকে একটু নজর রাখা যায় তাহলে দেখা যাবে যে তাঁদের দাবি মোটেও ভুল নয়।
ব্রাজিল জাতীয় পুরুষ দলের সমান বেতনই এখন থেকে জাতীয় নারী দলের খেলোয়াড়রা পাবেন বলে ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। খুব কম সংখ্যক ফিফা স্বীকৃত দেশে এই ধরনের ব্যবস্থা প্রচলিত আছে।
আরও পড়ুনঃ পাবজি বন্ধকে স্বাগত লক্ষ্মীর
ব্রাজিল ফুটবলের সভাপতি রজারিও কাবোলকো জানিয়েছেন, ‘সিবিএফ এখন থেকে পুরুষ ও মহিলা ফুটবল দলের জন্য সমান বেতন, প্রাইজ মানি ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে এরফলে পুরুষ ও নারী খেলোয়াড়রা সমান অর্থই আয় করতে পারবে। কোনো বৈষম্য থাকবে না।’
আরও পড়ুনঃ দুবাইয়ে করোনা আক্রান্ত বোর্ড কর্তা, তবুও কাল প্রকাশ সূচি
এরফলে নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনোর মতো বিশ্বসেরা তারকাদের সমান বেতনই পাবেন মার্তা, ফরমিগা ও লেটিসিয়া সান্তোসরা। এর আগে পুরুষ ও নারী জাতীয় দলের জন্য সমান অঙ্কের বেতন ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ড ফুটবল।
২০১৯ সালের মার্চে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের মহিলা দলটি তাদের ফেডারেশনের বিপক্ষে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত বৈষম্যের কারণে মামলা করেছিল। চলতি বছর মে মাসে আদালত তাদের সেই মামলা খারিজ করে দিলেও নারী দলটি এর বিপক্ষে উচ্চ আদালতে আবেদন করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584