রায়নার পর আইপিএল থেকে সরলেন মালিঙ্গা

0
43

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

গত আইপিএলের রানার্স দল চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নার পর এবার গত আইপিএলের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা চলতি আইপিএলে থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিলেন। তাঁর বাবার অস্ত্রপ্রচার হওয়াতে তিনি পরে দলের সঙ্গে যোগ দেবেন বলে মুম্বই ম্যানেজমেন্টকে জানান।

Lasith Malinga | newsfront.co
লাসিথ মালিঙ্গা

তবে এবার তিনি না খেলার সিদ্ধান্ত নিলেন, মালিঙ্গার জায়গায় অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনকে দলে নিল রোহিত শর্মার দল। চলতি সপ্তাহের মধ্যেই আবুধাবিতে দলের সঙ্গে যোগ দেবেন প্যাটিনসন।

বুধবার মুম্বই দলের তরফ থেকে জানানো হয়, ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন মালিঙ্গা। মনে করা হচ্ছে কয়েকদিন ধরে অসুস্থ থাকা তাঁর বাবা সেপারামাদু মিল্টনের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন ৩৭ বছরের এই ক্রিকেটার। প্রথম থেকেই আবুধাবিতে মুম্বই দলের সঙ্গে শিবিরে যোগ দেননি মালিঙ্গা।

আরও পড়ুনঃ সিএসকের হয়ে নামার ইঙ্গিত রায়নার

সেই সময় তিনি টিম ম্যানেজমেন্টকে জানান, অসুস্থ বাবার কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচার হবে। সেই সময় বাবার পাশে থাকতে চান তিনি। তাই টুর্নামেন্টের প্রথম দিকে থাকতে পারবেন না। পরবর্তী সময়ে দলের সঙ্গে যোগ দেবেন।ডেথ ওভারে স্পেশালিস্ট ছিলেন মালিঙ্গা। প্রথম আইপিএল থেকেই মুম্বইকে সাফল্য দিয়ে আসছেন তিনি। এখন দেখার তাঁর অভাব কীভাবে পূরণ করে চার বারের চ্যাম্পিয়নরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here