নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
অকাল বোধনেরও বুঝি অকাল বোধন হয় ৷ আর দেবীপক্ষের আগেই দেবী দুর্গার বোধন হয়ে গেল গড়-ঝাড়গ্রামের রাজার পুজোয় ৷ প্রায় চারশো বছরের বেশি সময় ধরে চলে আসছে এই প্রথা। সেই জৌলুস আর নেই, তবে ঝাড়গ্রামের মল্লদেব রাজ পরিবারের দেবী পুজোর নির্ঘন্টের পরিবর্তন হয় না কখনও।
আরও পড়ুনঃ পাঁশকুড়ার অর্থনৈতিক অনগ্রসর পড়ুয়ার পাশে সাংসদ দেব
মহালয়ার আগে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে মঙ্গলঘট স্থাপন করে দেবীর আমন্ত্রণ ও অধিবাস শুরু হয়ে যায় পিতৃপক্ষে।পুরানো আমলে রাজার গড়-ঝাড়গ্রাম হল এখনকার ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকা। এখানেই রয়েছে রাজ বংশের কুলদেবী সাবিত্রীর মন্দির। মন্দিরের ভিতরে পৃথক চণ্ডীমণ্ডপে দুর্গাপুজোটি হয় পটে।
আরও পড়ুনঃ মহামারিতে মানুষের পাশে দাঁড়াতে পুজো বাজেটে কাটছাঁট কান্দিতে
আগে প্রাচীন পটটি ছিল শালপাতার ঝালরের উপর আঁকা। কয়েক শতাব্দী পর প্রাচীন পটটি নষ্ট হয়ে যাওয়ায় এখন চণ্ডীমণ্ডপের দেওয়ালে চিত্রিত পটে দেবীর পুজো হয়। দেবীর নাম ‘পটেশ্বরী’। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে শুরু হল এই পুজো, চলবে বিজয়া দশমী পর্যন্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584