রাজ্যের প্রতিটি ব্লকে হবে ইংরাজি মাধ্যম স্কুল, শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
89

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েই প্রথম বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবার রাজ্যের প্রতিটি ব্লকে তৈরি হবে ইংরাজি মাধ্যম স্কুল।

সোমবার রাজভবনে রাজ্যের মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে মন্ত্রীরা যান নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী কয়েক দফায় বৈঠক করেন তাঁদের সাথে। এরপর নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সাংবাদিক বৈঠকেই তিনি ঘোষণা করেন যে রাজ্যের প্রতিটি ব্লকে ইংরাজি মাধ্যম স্কুল তৈরি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে আরো বলেন যে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে পড়ুয়ারা পড়াশোনা করতে পারবে ব্লক ভিত্তিক তৈরি হওয়া স্কুল গুলিতে।

অশোক মিত্র কমিশনের প্রস্তাব মেনে প্রাথমিক বিভাগে ইংরাজি তুলে দেয় তৎকালীন বামফ্রন্ট সরকার। ইংরেজি শিক্ষা শুরু হয় পঞ্চম শ্রেণী থেকে। এই প্রসঙ্গে বাম সরকারকে তুমুল সমালোচনার মুখে পড়তে হয় সব মহলেই।  তৃণমূল সরকার কোনভাবেই একই ভুল নিজেরা করতে রাজি নয়। সেই কারণেই তৃতীয়বার দায়িত্ব নিয়েই রাজ্যের প্রতিটি ব্লকে ইংরাজি মাধ্যম স্কুল তৈরির সিদ্ধান্ত নিল তৃণমূল সরকার। এছাড়া কর্মসংস্থান প্রসঙ্গে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারকে। প্রতিটি ব্লকে স্কুল তৈরি হওয়া মানে কিছু কর্মসংস্থানও বটে। তাই সব মিলিয়ে দ্রুততার সঙ্গে স্কুল তৈরির কাজে হাত দিতে উদ্যোগী জয়ে ‘হ্যাট্রিক’ করা তৃণমূল সরকার।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসেই করোনা অতিমারীর কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল স্কুল। তারপর দীর্ঘদিন পেরিয়েছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য খুলেছিল স্কুল। কিন্তু তাও দীর্ঘস্থায়ী হয়নি করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here