শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে বালুরঘাট ও গঙ্গারামপুরে নির্বাচনী সভা করতে এসেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী।
এই সভাতে মমতা ব্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী রাজীব ব্যানার্জী,তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি বিপ্লব মিত্র,প্রার্থী অর্পিতা ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃনমুল কংগ্রেস নেত্রী জানান গত পাঁচ বছরে সাংসদে খুব ভাল কাজ করেছে।তিনি বলেন আমরা কৃষকদের জন্য কৃষি ঋন মুকুব করে দিয়েছি। কৃষি বিমা তৈরী করেছি। যার জন্য আমাদের বছরে ৯০০ কোটি টাকা বহন করতে হয়।তিনি বলেন ভাবেন না আমি কলকাতায় থাকি বলে হিলি বর্ডারের খবর আমি রাখি না। গত পঞ্চায়েত ভোটে কে কোথায় লাইন করেছিল সে সব খবর আমার কাছে আছে।
আরও পড়ুনঃ শহর বহরমপুরে মমতার নির্বাচনী জনসভার পূর্বে সুরে সুরে ‘চৌকিদার চোর হ্যায়’
তিনি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের ভালো চাই।তিনি বলেন আমরা রামকৃষ্ণ, বিবেকানন্দের হিন্দু ধর্মে বিশ্বাসী।আমরা দুর্গা পুজো করি,কালি পুজো করি আর বিজেপি হিন্দু ধর্মের নামে আসামে ২০ লক্ষ হিন্দু বাঙালির নাম কেটে দিয়েছে। তিনি কটাক্ষ করে বলেন এখন মোদী বাবুর নামে সিনেমা তৈরী হচ্ছে।জামা তৈরী হচ্ছে এবার মোদী বাবুর নামে জুতো পড়ে আমরা ভারতবর্ষ ঘুরে বেড়াবো।এই সভা ঘিরে তৃনমূল সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584