নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের ৩৭০টি চা বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য নতুন প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম রাখা হয়েছে ‘চা সুন্দরী’।
এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, “চা বাগানের যেসব শ্রমিকদের নিজ বাড়ি নেই তাঁদের বাড়ি বানিয়েে দেবে সরকার।
‘চা সুন্দরী’ প্রকল্পে ইতিমধ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ২ মাসের মধ্যে কাজ শুরু হবে। তিন বছরের মধ্যে প্রকল্প সম্পূর্ণ করা হবে।”
সরকারি হিসাব অনুযায়ী উত্তরবঙ্গে ৩৭০টি চা বাগানে প্রায় ৩ লক্ষ শ্রমিক রয়েছেন। মূলত যাঁদের নিজস্ব বাড়ি নেই তাঁদের এই প্রকল্পের আওতায় আনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়ে দেন, “প্রথম পর্যায়ে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মোট ৭টি চা বাগানের ৩ হাজার ৬৯৪ টি পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ রাস্তা তৈরির সব প্রকল্প এবার একসঙ্গে ‘পথশ্রী অভিযান’! ১ অক্টোবর উদ্বোধন
তার মধ্যে আলিপুরদুয়ারে ৫টি চা বাগানের ২ হজার ৬৪১ টি পরিবার রয়েছে। আর জলপাইগুড়িতে ২টি চা বাগানে ১ হাজার ৫৩টি পরিবার থাকছে। প্রশাসনিক বৈঠকের প্রথম দিন আরও বেশ কিছু পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এদিন ১৩০ জন কেএলও আন্দোলকারী ও লিংকম্যান রাজ্যের উদ্যোগে মূল স্রোতে ফিরে এসেছেন।
আরও পড়ুনঃ আরও ১৬০০ সুস্বাস্থ্য কেন্দ্র হবে পশ্চিমবঙ্গে
রাজ্য সরকারের উদ্যোগে বাকি ১৬১ জন আগামীকাল ফিরবেন। রাজ্য সরকার এঁদের বিশেষ কর্ম সংস্থানের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও এদিন কামতাপুরি ভাষা ও সংস্কৃতি উন্নয়ন কল্পে কামতাপুরি ভাষা অ্যাকাডেমির পক্ষে অতুল রায়ের হাতে ৫ কোটি অনুদান তুলে দেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই বক্সাদুয়ারফোর্ট সংস্কারের জন্য ৫ কোটি টাকা দিয়েছেন। রাজবংশী ভাষা প্রসারের জন্যও বুবার অনুদান দেওয়ার কথা আছে।
তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী জল্পেশ মন্দিরের পুরোহিত বিজয় চক্রবর্তীর হাতে ভাতা তুলে দিয়ে রাজ্য পুরোহিত কল্যাণ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি সমীক্ষা করার পর রাজ্যের ২৩টি জেলায় ১৮ হাজার ৩১১টি মন্দির চিহ্নিত করেছে সরকার। এছাড়া ১৮ হাজার ২২৩ জন পুরোহিত ভাতা পাওয়ার যোগ্য বলেও জেনেছে সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584