রাজনৈতিক সুবিধা পেতেই লকডাউন, কন্টেইনমেন্ট জোনের বদল দাবী দিলীপের

0
77

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

রাজ্যে ফের শুরু হয়েছে লকডাউন। এই সম্পূর্ণ লকডাউন ঘোষণার কারণ রাজনীতি। অর্থাৎ, রাজনৈতিক কারণেই আবারও রাজ্যজুড়ে লকডাউন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

dilip ghosh | newsfront.co
ফাইল চিত্র

এমনকী দিলীপ ঘোষ দাবি করেন যে, কন্টেইনমেন্ট জোনও চিহ্নিত হয়েছে রাজনৈতিক সুবিধা বিবেচনা করে। তবে সেই রাজনৈতিক সুবিধা ঠিক কী, তা খোলসা করেননি দিলীপবাবু। এদিন ফের তিনি বলেন, প্রথম থেকে নিজেই লকডাউন মানেননি মুখ্যমন্ত্রী।

বুধবার দিলীপবাবু বলেন, ‘প্রথমে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কন্টেইনমেন্ট জোনের বিস্তারিত তালিকা বানিয়েছিলেন। কিন্তু এরপরই মুহূর্তের মধ্যে সেই তালিকা পাল্টে দেন মুখ্যমন্ত্রী। আমার মনে হয় রাজনৈতিক কারণেই একাজ করেছেন মুখ্যমন্ত্রী। তাই আর এই লকডাউনের কোনও মানে নেই।’

আরও পড়ুনঃ করোনা সংক্রমণ রুখতে বাংলার জন্য ৪২ হাজার লক্ষ টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

দিলীপবাবুর অভিযোগ, লকডাউনের শুরু থেকেই বিধিনিষেধ মানেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর দলের নেতারাও ইচ্ছামতো রাস্তায় ঘুরে বেড়িয়েছেন বলে অভিযোগ দিলীপবাবুর।

মুখ্যমন্ত্রী নিজেই লকডাউন সেভাবে না মানায় পশ্চিমবঙ্গের কোথাও ঠিকমতো লকডাউন হয়নি। সাধারণ মানুষের জন্য এরাজ্যে নিয়ম মেনে লকডাউন প্রয়োজন বলেও জানান দিলীপবাবু।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here