করোনা পরিস্থিতিতেও সরকারি কর্মচারীদের বাড়তি উৎসব বোনাস! অগ্রিম ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
197

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা মহামারীর সময়ে রাজ্যের অর্থনীতি যথেষ্ট ধাক্কা খেয়েছে, বিপুল কমে গিয়েছে রাজস্ব আদায়। এমনকি এই পরিস্থিতিতেও কেন্দ্রকে বিপুল পরিমাণে ঋণ শোধ করতে হচ্ছে, এমন অভিযোগও করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই করোনা আতঙ্কে উৎসব হোক বা না হোক, রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তি উৎসব বোনাস, অগ্রিম ঘোষণা করতে কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee | newsfront.co
ফাইল চিত্র

এটাও জানিয়ে দিলেন, এতে রাজ্যের বাড়তি ৪০০ কোটি টাকা খরচ হবে।নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ”উৎসব থেমে থাকে না, বোনাস এবং অগ্রিম এবারও দেওয়া হবে। একই সঙ্গে তা এ বার কিছুটা বাড়ানোও হবে।

আরও পড়ুনঃ আয়কর রিটার্ন ৩১শে অক্টোবর অবধি,৩ মাস কম ইপিএফ কাটা হবে: অর্থমন্ত্রী

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সমস্ত টাই বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়ানো হয়েছে। গত বছর উৎসব ভাতা হিসাবে রাজ্য সরকারি কর্মচারীরা পেয়েছিলেন ৪,০০০ টাকা। এবার সেই টাকা বাড়িয়ে করা হয়েছে ৪২০০ টাকা। অগ্রিমের ক্ষেত্রেও গত বছর উৎসবের মরশুমে অগ্রিম বাবদ সরকারি কর্মচারীরা পেয়েছিলেন ৮ হাজার টাকা। এবার ২০০০ টাকা বাড়িয়ে তা করা হয়েছে ১০ হাজার টাকা। অগ্রিম টাকা অবশ্য উৎসবের পরে কেটে নেওয়া হয়।

তা ছাড়া, গত বছর যে সব কর্মচারীদের বেতন ৩০ হাজার টাকা বা তার কম ছিল তাঁরাই কেবল বোনাস পেয়েছিলেন। তার উপরে বেতন হলে কর্মচারীরা বোনাস পেতেন না। সেই বোনাস পাওয়ার জন্য বেতনের উর্ধ্বসীমা বাড়িয়ে এ বার ৩৪,২৫০ টাকা করা হয়েছে। একই ভাবে ৩৪,২৫০ টাকা পর্যন্ত যাঁদের বেতন ছিল, তাঁরা অগ্রিম পেতেন। সে ক্ষেত্রেও উর্ধ্বসীমা বাড়িয়ে এ বছর ৪১,১০০ টাকা পর্যন্ত করা হয়েছে।

পেনশনভোগীদের জন্য এক্স-গ্রাশিয়া ২১০০ টাকা থেকে বাড়িয়ে ২২০০ করা হয়েছে। এক্ষেত্রে পেনশনের সিলিং ২৬,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২৯,৭০০ টাকা। আগে ২৬০০০ টাকা পর্যন্ত পেনশনভোগীরা এই সুবিধা পেতেন, এবার ২৯৭০০ টাকা পর্যন্ত যারা পেনশন পান, তারাও এই সুবিধা পাবেন।পুলিশ, পুরসভা, পঞ্চায়েত, স্কুল, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা-সহ যেখানে যত রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন, তার মধ্যে যাদের প্রাপ্য তাদের সকলেই এই হারে বোনাস ও অগ্রিমের সুবিধা পাবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here