রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগ কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
67

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

তৃণমূল সরকার রাজ্যে একাধিক সরকারি প্রকল্প চালু করলেও শিল্পে বিনিয়োগ করে খুব একটা করেনি, এমন অভিযোগ বারবারই করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাই বিধানসভা ভোটের আগে শিল্প বিরোধী তকমা ঘোচাতে রীতিমতো মরিয়া শাসক দল।

Mamata Banerjee | newsfront.co
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার নবান্নের প্রশাসনিক বৈঠক বসে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবার রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পে বড় বিনিয়োগ আসতে চলেছে এবং তার ফলে হবে প্রচুর কর্মসংস্থান। একইসঙ্গে বকেয়া খাজনায় সুদ মকুবের পথেও হাঁটছে রাজ্য সরকার।

এদিন রাজ্যে ক্যাবিনেটের বৈঠকে একাধিক বিনিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। নবান্নে সাংবাদিক বৈঠকে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যােপাধ্যায় জানান, নিউটাউনের সিলিকন ভ্যালিতে ২০টি তথ্য প্রযুক্তি সংস্থাকে জমি দেওয়া হল। উইপ্রো জমি চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছে। সেই আর্জি মেনে তাদেরও জমি দেওয়া হবে।

আরও পড়ুনঃ আমফান ত্রাণ দুর্নীতিতে ১০০ কোটি টাকার নয়ছয়, ক্যাগকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

এদিকে কলকাতায় আরও একটি ইউনিট খুলতে চলেছে ইনফোসিস। তাঁর কথায়, এই শিল্প তৈরি হয়ে গেলে বাংলার যুব সম্প্রদায় চাকরি পাবে। লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। জলপাইগুড়িতে একটি সিমেন্ট সংস্থাকেও সরকারের তরফে জমি দেওয়া হয়েছে। সেখানেও স্থানীয় মানুষজনের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুনঃ কোভিড রোগীর বাড়িতে পোস্টার সাঁটানো অস্পৃশ্যতাকে ইন্ধন দেওয়া, কেন্দ্রকে ভর্ৎসনা শীর্ষ আদালতের

একইসঙ্গে লকডাউনের জেরে মানুষের পরিস্থিতির কথা বিচার করে জমির বকেয়া খাজনা নিয়ে সুদ মকুবের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লকডাউনের জেরে মার্চ মাস থেকে একদিকে যেমন বিভিন্ন সরকারি অফিস বন্ধ ছিল, ঠিক তেমনই আবার মানুষের হাতে টাকারও অভাব রয়েছে। ফলে চলতি বছরের জমির খাজনা মেটাতে পারেননি।

ভূমি আইন অনুযায়ী, সেই বকেয়া খাজনা মেটাতে হলে চড়া হারে (৬.২৫%) সুদ দিতে হবে। কিন্তু করো না পরিস্থিতির কথা বিচার করে সেই আইন কিছুটা শিথিল করে ২০২১ সালে জুন মাসের মধ্যে ওই বকেয়া খাজনা জমা করলে কোনও সুদ দিতে হবে না বলেও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ অভিষেককে চোর-ডাকাত বলে কটাক্ষ সৌমিত্রর, পাল্টা মামলার হুমকি তৃণমূলের

একইসঙ্গে নেতাজির ১২৫ তম জন্মদিবস পালনের প্রথম পদক্ষেপ হিসেবে মাঝেরহাট ব্রিজের নাম বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, মাঝেরহাট ব্রিজের নতুন নাম হবে ‘জয় হিন্দ।’ মানুষ নেতাজি জন্মশতবর্ষ এই নাম মনে রাখুক বলেই এই উদ্যোগ ঘোষণা মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে রেলের তরফে অনুমোদন না মেলাতেই এই সেতু উদ্বোধন এতদিন আটকে ছিল বলে কেন্দ্রকে দোষারোপ করেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকেল ৪টে ৪২ মিনিটে আচমকা ভেঙে পড়েছিল পুরনো দুই লেনের মাঝেরহাট ব্রিজ। রেলের অংশে নির্মাণের খরচ দেওয়ার কথা ছিল রেল মন্ত্রকের। কেন্দ্রের বরাদ্দের অপেক্ষায় না থেকে পুরো ব্রিজের খরচ ২৫০ কোটি টাকার বেশির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় রাজ্য প্রশাসন। তারপরেও রেলের তরফে সেফটি কমিশনারের অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল কাজ। তবে সব সমস্যা মিটিয়ে আগামী বৃহস্পতিবার এই নতুন সেতু উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here