রাজ্য পাচ্ছে নতুন তিনটি পুলিশ ব্যাটেলিয়ন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
131

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

নতুন তিনটি পুলিশ ব্যাটেলিয়ন পাচ্ছে রাজ্য। বুধবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিন ব্যাটেলিয়নের নাম হচ্ছে গোর্খা, নারায়ণী ও জঙ্গলমহল নামে, এমনই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ব্যাটেলিয়ানগুলি ২০২১ সালের ৩১ জানুয়ারির মধ্যে গঠন করা হবে।

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর কথায়, স্থানীয়দের দীর্ঘ দিনের দাবি মেনেই রাজ্য পুলিশে নতুন তিনটি ব্যাটেলিয়ন তৈরি করা হচ্ছে। নামকরণের ক্ষেত্রেও স্থানীয়দের আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ জামিন নিয়েই কালীঘাট প্রাইভেট লিমিটেড’কে পরাজিত করার হুংকার সায়ন্তনের গলায়

মমতা দাবি করেন, পুলিশ ব্যাটেলিয়নের সিদ্ধান্তের পর পাহাড়বাসী যেমন খুশি হবেন, তেমনই জঙ্গলমহলবাসী অর্থাৎ ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়ার বাসিন্দারা এই সিদ্ধান্তে খুশি হবেন। কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল পুলিশ ব্যাটালিয়নের। সেই দাবি পূরণ করছে রাজ্য তৃণমূল সরকার।

আরও পড়ুনঃ বিহার বিজয়ের পর কোচবিহার সফরে এসে জন জোয়ারে ভাসলেন দিলীপ ঘোষ

নব গঠিত পুলিশ ব্যাটেলিয়ন কোন কোন এলাকায় কাজ করবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য পুলিশ। কাকে কোথায় নিয়োগ করা হবে সে ব্যাপারেও সম্পূর্ণ সিদ্ধান্ত পুলিশের উপরই বর্তায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here