রাজ্যের নতুন ঘোষণা ‘উৎসশ্রী’, শিক্ষকরা আবেদন করতে পারবেন নিজের জেলায় বদলির

0
97

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এবার চাকুরিরত শিক্ষক-শিক্ষিকাদের তাঁদের নিজের জেলায় বদলির প্রক্রিয়া আরও সহজ করে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের ঘোষণা শিক্ষকদের জন্য নতুন প্রকল্প ‘উৎসশ্রী’। বৃহস্পতিবার নতুন এই প্রকল্পের কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান যে আজকের ক্যাবিনেট মিটিংয়ে এই প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

CM Mamata Banerjee
সৌজন্যেঃ এনডিটিভি

এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘উৎসশ্রী’ নামে একটি পোর্টাল চালু করছে রাজ্য সরকার, এখন থেকে বাড়ির কাছে বদলির জন্য সরকারি স্কুলের স্থায়ী শিক্ষকরা এই পোর্টালে আবেদন করতে পারবেন। নিজের জেলা বা নিজের বাড়ির কাছে বদলি চান বহু শিক্ষক-শিক্ষিকারা। বহুদিন ধরেই বিষয়টি আটকে ছিল। তবে ঠিক কবে থেকে প্রকল্পটির সুবিধা পাবেন শিক্ষক শিক্ষিকারা সে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

আরও পড়ুনঃ ভার্চুয়াল শুনানির পরিকাঠামোর অভাবে বিচারে বৈষম্য তৈরি হচ্ছে, ক্ষুব্ধ বিচারপতি

মুখ্যমন্ত্রী জানান, “বহু শিক্ষক শিক্ষিকা নিজের বাড়ির কাছে, নিজের জেলায় বদলি হতে চান। তবেএকটা স্কুলের সকলে যদি এক জেলায় বদলি চান তা তো সম্ভব হবে না। তবে অ্যাডজাস্ট করে এই বদলি করা হবে।” এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে শিক্ষক-শিক্ষিকারা নিজেরাই বদলির জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। তাঁদের আবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে শিক্ষাদপ্তর। সরকারের এই উদ্যোগে খুশি শিক্ষক-শিক্ষিকারাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here