পশ্চিমবঙ্গ বিধানসভায় সিএএ বিরোধী প্রস্তাবের ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
45

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

প্রথমে কেরল, তারপর পাঞ্জাব এবার পশ্চিমবঙ্গ, রাজ্য বিধানসভাতে পাশ করানো হবে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। কোনও রাজ্য এনপিআর প্রক্রিয়া চালু করার আগে যেন সব তথ্য খুঁটিয়ে পড়ে নেয়।

mamata banerjee | newsfront.co
বিমানবন্দরে মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

বিশেষ করে উত্তর-পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও সরকারকে এমনই আবেদন ও পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

আরও পড়ুনঃ পাঁচ দিনের সফরে দার্জিলিং পৌঁছালেন মুখ্যমন্ত্রী

কেরলের বিধানসভায় প্রস্তাব পাশ হওয়ার পর থেকেই এই রাজ্যেও বাম-কংগ্রেসের তরফে দাবি জানানো হয়েছিল বিধানসভায় প্রস্তাব আনার। কিন্তু সেই সময়ে রাজ্য সরকার কোনো কিছু না বললেও আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, তিন-চার দিনের মধ্যেই রাজ্য বিধানসভায় এই প্রস্তাব আনা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “এনপিআর ভীষণ বিপজ্জনক। ওটা দিয়ে এনআরসির কাজ করে নিতে চাইছে। এনপিআর চালু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা ভালো করে পড়ে দেখুন। এনপিআর প্রক্রিয়া চালু সম্পর্কিত তথ্য খুঁটিয়ে পড়লেই সেটা বিস্তারিত বোঝা সম্ভব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here