শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে ইতিমধ্যেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সকালেই রায় ঘোষণা করে জানানো হয়েছে, যদি কোনও রাজ্য ইউজিসির গাইডলাইন মেনে ৩০ সেপ্টেম্বরের মধ্যে না নিতে পারে, তাহলে মহামারী আইন অনুযায়ী ইউজিসির সঙ্গে আলোচনা করে তা
পিছোতে পারে। তবে পরীক্ষা নিতেই হবে।’
আর এই রায়কে হাতিয়ার করেই শুক্রবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষার সূচি পালটানোর কথা ঘোষণা করে দিলেন। তিনি পরিষ্কার জানালেন, সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই। বরং পুজোর আগে পরীক্ষা নেওয়া যেতে পারে।
আরও পড়ুনঃ রাজনৈতিক মহামারি রুখতে হবেঃ মমতা
এদিন মঞ্চে উপস্থিত শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ করে মমতা বলেন, “আপনারা এক সপ্তাহের মধ্যে সূচি ঠিক করে ইউজিসিকে জানিয়ে দিন। প্রয়োজনে ভার্চুয়ালে সম্ভব হলে ব্যবস্থা করুন। অথবা পরীক্ষার্থীদের বাড়ির কাছে সেন্টারের ব্যবস্থা করুন। কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়ার কোনও প্রশ্নই নেই। পুজোর আগে কীভাবে পরীক্ষা নেওয়া যায় তা ঠিক করতে হবে।’
আরও পড়ুনঃ গায়ের জোরে পরীক্ষার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছেঃ মমতা
এদিনের সভা থেকে ইউজিসির বিরুদ্ধেও সুর চড়ান মমতা। কাগজ দেখিয়ে বলেন, ইউজিসি ২৯ এপ্রিল চিঠি দিয়ে বলেছিল পরীক্ষা নেওয়ার দরকার নেই। সেই সময়ে অনেক রাজ্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তারপর আবার জুলাই মাসে চিঠি পাঠিয়ে বলছে পরীক্ষা নিতেই হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584