‘এক পায়ে বাংলা জয়, দু’পায়ে দিল্লি!’ চুঁচুড়া থেকে মমতার হুঙ্কার

0
107

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘এক পায়ে বাংলা জয়, দু’পায়ে দিল্লি!’ভোট-ভবিষ্যৎ জানিয়ে দিলেন মমতা।সোমবার তৃতীয় দফা ভোটের আগে চুঁচুড়া থেকে ফের একবার দলের গদ্দার-মীরজাফরদের আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো। বিধানসভা ভোটে বুথে দলের ডাকাবুকো মহিলাদের এজেন্ট করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee | newsfront.co
ফাইল চিত্ৰ

নেত্রীর নির্দেশ, ‘কোনও পরিস্থিতিতে বুথ ছেড়ে পালানো যাবে না। বিজেপি বা তাদের মিলিটারি ভয় দেখাচ্ছে, সন্ত্রাস করছে, এই সব বলে বুথ ছেড়ে পালাবার কোনও বাহানা চলবে না।’এই প্রসঙ্গে মমতা বলেন, ‘অন্যরা না বসলে আমাদের কন্যাশ্রীদের বসাব। যাঁরা বঙ্গজননী করেন, তাঁদের এজেন্ট করা হবে। সে রকম হলে দলের ঝগড়ুটে মহিলাদের সব বুথে এজেন্ট করে দেব। দেখি কত সাহস!’

আরও পড়ুনঃ আধিকারিকদের গাফিলতির জেরে আটকে ২০ হাজার শিক্ষকের বেতন

রাজ্যে তৃতীয় দফা ভোটের আগে সোমবার ম্যারাথন ভোট প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া ও ভাঙড়ে যাবেন মমতা। প্রথম সভা থেকেই এদিন আরো একবার বিজেপিকে তোপ দাগেন মমতা। তাঁর দাবি, ‘গুজরাতিরা বাংলার শাসন করবে না, বাঙালিরাই করবে। কেন ৮টি দফায় নির্বাচন? ২ দফাতেই নির্বাচন হয়ে যায়। কী চায় বিজেপি? চালাকি চলবে না। কোভিড হয়েছে বলে বিজেপি বন্ধ করতে চাইবে। কিন্তু এই চালাকি চলবে না, নির্বাচন যখন শুরু হয়েছে, তখন শেষ করতে হবে।

কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী দিয়েছি। সর্বত্র ৫ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে চিকিৎসা করা হচ্ছে। আর ওরা বলছে আয়ুষ্মান, আয়ুই নেই, তার আবার আয়ুষ্মান। এর পর রেশন দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া হবে। তৃণমূলের সরকার হলে হাত খরচ পাবেন মা বোনেরা।’চুঁচুড়ার সভা থেকে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার ব্যাখ্যা করে মমতার দাবি, ‘আগামী দিন খেলার মাঠে খেলতে হবে। বিজেপিকে মাঠ খালি করতে হবে। জোড়াফুলে ভোট দিতে হবে। দাঙ্গা করে পদ্মফুলটাকে নষ্ট করে দিয়েছে।

আরও পড়ুনঃ তৃতীয় দফায় শান্তিপূর্ণ নির্বাচন করতে ৬১৮ কোম্পানি বাহিনী থাকছে রাজ্যে

ওরা দাঙ্গা করলে আমাদের পাঙ্গা নিতে হবে। ইলেকশনের আগে আমার পা টা চোট করে দিল। যাতে আমি বেরোতে না পারি। তাতে কী, মা-বোনেদের দুটো পা দিয়ে আমি যা করার করব। আমি ওই একটা পায়ে যা করে বেড়াচ্ছি না, একটা পায়েই বাংলা জয় করবে, আর দু’পায়ে তো আগামীদিনে দিল্লি জয়ও করতে হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here