করোনার অজুহাতে মাঝপথে ভোট বন্ধ করলে মানবো না, হুঁশিয়ারি মমতার

0
190

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশজুড়ে দৈনিক সংক্রমণে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বাংলাতেও প্রবল দাপট দেখাচ্ছে কোভিড। করোনার উদ্বেগের মাঝেই ভোটের বাংলায় প্রচারের রমরমা। সব রাজনৈতিক দলের প্রচারেই শিকেয় স্বাস্থ্যবিধি।

mamata banerjee | newsfront.co
ফাইল চিত্ৰ

এই পরিস্থিতিতে আট দফা ভোটের জন্য কমিশন ও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী। করোনা পরিস্থিতি দেখিয়ে ভোট বন্ধ করার চেষ্টা করলে তা মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে এবার বাংলায় আট দফায় ভোট করার পদক্ষেপ নিয়েছে কমিশন। প্রথম থেকেই কমিশনের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল।

আরও পড়ুনঃ ‘এনকাউন্টার’ মন্তব্যের জেরে বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহাকে শোকজ কমিশনের

আর এবার করোনা রেকর্ডহারে বৃদ্ধির অজুহাত দেখিয়ে মাঝপথেই ভোট বন্ধ করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চুঁচুড়ায় প্রচারে গিয়ে তৃণমূল নেত্রী বলেছেন, ‘করোনা বাড়ছে। এই অবস্থায় কি ভোটটা ৩, ৪ দফায় করে নেওয়া উচিত ছিল না? ৮ দফায় ভোট ঘোষণা করার পর এখন যদি করোনা পরিস্থিতি দেখিয়ে ভোট বন্ধ করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু চলবে না। খেলা যখন শুরু হয়েছে তখন শেষ করতে হবে।’

নির্বাচন যখন শুরু হয়েছে নির্ধারিত সূচি মেনেই তা শেষ করতে হবে বলে কার্যত হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি রাজ্যে বিনামূল্যে টিকাকরণের জন্য কেন্দ্রের কাছে আবেদন করেও সুরাহা হয়নি বলে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘ তোমরা চাও, মানুষ মারা যাক।

আমারই তো রাজ্যের সবাইকে বিনামূল্যে টিকা দেব বলে বার বার চিঠি দিয়ে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিলাম। তার জন্য যত টাকা লাগে, তা দিয়ে কেন্দ্রের থেকে ভ্যাকসিন কিনে নেব। কিন্তু তোমরা তো দিচ্ছই না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here