বাংলাতে তৃণমূল কংগ্রেসই থাকবে, পরিবর্তন দিল্লিতে হবেঃ মমতা

0
76

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে সরগরম কলকাতা। ঠিক তার উল্টো দিকে শিলিগুড়িতে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে মিছিলটি শুরু হয় এবং শেষ হয় ভেনাস মোড়ে গিয়ে।

tmc protest rally | newsfront.co
প্রতিবাদ মিছিল ৷ নিজস্ব চিত্র

মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাতে এলপিজি সিলিন্ডারের প্রতিকৃতি নিয়ে পা মেলান। এদিনের মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি তীব্র ভাষায় কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেন। তিনি বলেন যে, প্রধানমন্ত্রী আপনি বাংলায় কোন কাজ করতে আসেন না।

mamata banerjee | newsfront.co
নিজস্ব চিত্র

খালি কুৎসা ও অপপ্রচার করতে আসেন। আজকে আপনি বাংলায় প্রচার করতে এসেছেন। প্রচার করার আগে জবাব দিন কেন এলপিজি গ্যাসের দাম ৯০০ টাকা করা হল আগে জবাব দিন। কেন পেট্রোলের দাম বাড়ছে,কেন ডিজেলের দাম বাড়ছে। বাংলায় সরকার বিনা পয়সায় চাল দেয় আর ৯০০ টাকা দিয়ে গ্যাস কিনে ফোটাতে হয়।

আরও পড়ুনঃ বিজেপির সভার আগে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদের সুর চড়ালেন মমতা

নরেন্দ্র মোদি আপনি খালি বড় বড় ভাষণ দেন বাংলায় পরিবর্তন হোগা। বাংলাতে তৃণমূল কংগ্রেসই থাকবে,পরিবর্তন দিল্লিতে হবে। আগামীদিন পাঁচটি রাজ্যে নির্বাচন আছে। এবং পাঁচটি রাজ্যেই হারবেন।তিনি আরও বলেন যে, বাংলার মা-বোনেদের অসম্মান করেছেন।

বাংলায় মেয়েরা রাতবিরেতে বাইরে বেরোতে পারে। কিন্তু উত্তরপ্রদেশে বিকেল তিনটের পর মা- বোনেরা বেরোতে পারে না,বিহারে পারে না,মধ্যপ্রদেশে পারে না,গুজরাতে পারে না। রান্নাঘরে আগুন লাগালে মা-বোনেরা ছেড়ে কথা বলবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here